টুকরো খবর
প্রধানকে লক্ষ করে চলল গুলি
সিপিএমের পঞ্চায়েত প্রধান দেবীরঞ্জন অধিকারীকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠল বসিরহাট মহকুমার সন্দেশখালির দুর্গামণ্ডপ গ্রামে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বেঁচে যান তিনি। সিপিএমের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই ঘটনার প্রতিবাদে এ দিনই পরে সিপিএমের কর্মী-সমর্থকদের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল বের করা হয়। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, ব্রিগেডের জনসভায় যাতে গ্রামের মানুষ যেতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এলাকায় সশস্ত্র মিছিল বের করে ত্রাস তৈরি করছে সিপিএম। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় বাজার থেকে ফিরছিলেন দেবীবাবু। অভিযোগ, বাজারের কাছে তৃণমূলের এক নেতার বাড়ির কাছাকাছি আসা মাত্র তার পথ আটকায় কয়েক জন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই তিন রাউন্ড গুলি ছোড়ে তারা। কিন্তু অন্ধকার থাকায় কোনও রকমে বেঁচে যান তিনি। তত ক্ষণে আশপাশের লোকজন বেরিয়ে পড়ায় পালায় দুষ্কৃতীরা। দেবীবাবুর দাবি, “তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই আমার উপর গুলি চালিয়েছে।” ঘটনার পরে মথুরা বাজারে পুলিশ চৌকিতে খবর দেওয়া হলে পুলিশ আসে। ব্লক তৃণমূল নেতা লক্ষ্মণ অধিকারী অবশ্য দাবি করেছেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

বোমা ফেটে মৃত্যু দুষ্কৃতীর
পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে নিজের কাছে থাকা বোমা ফেটে মৃত্যু হল এক দুষ্কৃতীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জলঘাটা বাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম আবু কালাম পাইক (৩৫)। বাড়ি স্থানীয় সন্তোষনগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সাড়ে রাত ১১টা নাগাদ ওই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশে খবর দেন বাসিন্দারা। টহলদারি পুলিশ ভ্যান ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের পাঁচ ছ’জনের দলটিকে তাড়া করে। সে সময়ে পালাতে গিয়ে আবুল কালাম মাঠে পড়ে যায়। তার কাছে থাকা বোমা ফেটে গুরুতর জখম হয় সে। তাকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায়। আবু কালামের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন থানায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল বলে পুলিশ জানায়।

রায়দিঘিতে বিস্ফোরণে জখম ছাত্র
বোমা ফেটে জখম হল নবম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায়। পুলিশ জানায়, জখম সৌমিত্র সিকদারকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। নগেন্দ্রপুর হেমন্তকুমারী হাইস্কুলের ওই ছাত্রটি এ দিন স্কুল থেকে বেরিয়ে পাশেই মণিনদীর বাঁধের ধারে গিয়েছিল। সেখানে একটি দড়ির গোলা পড়ে থাকতে দেখে তুলে নেয় সে। সেটি আদতে ছিল বোমা। আচমকাই সেটি সৌমিত্রর হাতে ফেটে যায়। বোমাটি কী ভাবে নদীবাঁধের ধারে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুবর্ণ জয়ন্তী
দু’দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হয়ে গেল হাবরার গণদীপায়ন লালবাহাদুর স্মৃতি বিদ্যাপীঠে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই উপলক্ষে ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.