|
|
|
|
কুয়াশায় নামল না বিমান, শাস্তি ৩ উড়ান সংস্থাকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
৩০ জানুয়ারি |
বিমান চালকদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় কড়া শাস্তির মুখে পড়ল তিনটি বিমান সংস্থা।
বৃহস্পতিবার দেশের বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এই শাস্তির কথা ঘোষণা করেছে। শাস্তি হিসেবে জেট, ইন্ডিগো এবং গো বিমান সংস্থার কাছ থেকে দিল্লি বিমানবন্দরের মোট ৬টি স্লট কেড়ে নিয়েছে ডিজিসিএ।
কোনও বিমানবন্দর থেকে কোন সংস্থার বিমান কখন ওড়ার সুযোগ পাবে তা ঠিক করে ডিজিসিএ। এই সময় বেঁধে দেওয়াকেই স্লট বলা হয়। দিন বা রাতে এমন কিছু সময় রয়েছে, যে সময়কার স্লট পাওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা হয় বিমান সংস্থাগুলির মধ্যে। কারণ, ওই সময়ে বিমান ছাড়লে সুবিধাজনক সময়ে গন্তব্যে পৌঁছনো যায়। ফলে তুলনামূলক ভাবে বেশি যাত্রী পাওয়া যায়। তিনটি বিমান সংস্থার প্রত্যেকের কাছ থেকে এমন দু’টি করে স্লট কেড়ে নেওয়া হয়েছে বলে ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে।
ডিজিসিএ সূত্রের খবর, বুধবার বিকেলের পর থেকেই দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমতে শুরু করে এবং রাতে তা অনেকটাই কমে যায়। বিমানবন্দরে যান্ত্রিক ব্যবস্থা থাকায় ওই অবস্থা সত্ত্বেও অবতরণ করেছিল বেশ কয়েকটি বিমান। তবে দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে ৫৩টি বিমান মুখ ঘুরিয়ে অন্যত্র চলে যায়। তার মধ্যে গো, ইন্ডিগো এবং জেট এয়ারওয়েজের দু’টি করে বিমানও ছিল। তারা দিল্লিতে নামতে না পেরে জয়পুর উড়ে যায়। এর পরেই তদন্ত শুরু করে ডিজিসিএ।
তদন্তে নেমে ডিজিসিএ জানতে পারে, দিল্লিতে ঘন কুয়াশায় নামার জন্য বিমানবন্দরে যান্ত্রিক ব্যবস্থা থাকলেও বেশ কিছু সংস্থার বিমান চালকদের সেই সংক্রান্ত প্রশিক্ষণ নেওয়া নেই। তাই অন্য বিমান কুয়াশার মধ্যে নামতে পারলেও সেই বিমান চালকরা নামতে পারছেন না। এমনকী বেশ কিছু বিমানে প্রয়োজনীয় যন্ত্রও নেই। এ নিয়ে জানুয়ারি মাসের গোড়ায় বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছিল ডিজিসিএ। তাদের বলা হয়েছিল, শীতকালে ঘন কুয়াশার মধ্যে দিল্লি থেকে নামাওঠা করতে গেলে বিমান চালকদের উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে।
জেটের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারাও তদন্ত করছে। তাদের দাবি, যে বিমানগুলি দিল্লির কুয়াশায় নামতে পারেনি সেগুলি ছোট এটিআর বিমান। ঘন কুয়াশায় নামার মতো প্রশিক্ষণ এই ধরনের ছোট বিমানের চালকদের থাকে না। কারণ, ঘন কুয়াশায় ছোট বিমানগুলি নামার অনুমতিই পায় না। বিষয়টি তারা ডিজিসিএ-কে জানিয়েছে। তবে এই বিষয়ে গো এবং ইন্ডিগো কোনও মন্তব্য করতে চায়নি। |
|
|
|
|
|