|
|
|
|
মহিলা কমিশনের প্রধানকে সরানো নিয়ে প্রশ্ন আপকে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৩০ জানুয়ারি |
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনকে কেন সরানো হবে, তা আজ দিল্লি সরকারের কাছে জানতে চাইলেন উপ-রাজ্যপাল নজীব জঙ্গ।
গতকালই দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিংহকে সরানোর দাবি জানিয়ে জঙ্গের কাছে প্রস্তাব পাঠিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল প্রশাসন। নতুন চেয়ারপার্সন হিসেবে সাহিত্যিক মৈত্রেয়ী পুষ্পার নাম সুপরিশ করা হয়। চব্বিশ ঘণ্টার মধ্যেই সেই সুপারিশ ফেরত পাঠিয়ে দিয়ে আজ উপ-রাজ্যপাল সরকারের কাছে জানতে চেয়েছেন, কেন বর্তমান চেয়ারপার্সনকে সরানো হবে। এ প্রসঙ্গে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “রিপোর্ট দেখার পরেই কিছু বলা সম্ভব।” কেজরিওয়াল সরাসরি কিছু না বললেও রাজনৈতিক শিবির মনে করছে, যে ভাবে আজ জঙ্গ ওই প্রস্তাব ফেরত পাঠিয়েয়েছেন, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন আপ নেতৃত্ব।
বিদেশিনি-নিগ্রহ কাণ্ডে দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীকে সমন পাঠানোর পর থেকেই আপ নেতৃত্বের সঙ্গে মতান্তরে জড়িয়ে পড়েন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিংহ। ওই সমন পাঠানোর পিছনে বরখার যুক্তি ছিল, বিদেশি মহিলারা তাঁর কাছে এসে সোমনাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তাই কর্তব্যের খাতিরে সমন পাঠিয়েছেন তিনি। কিন্তু কেজরিওয়ালের দাবি, “বরখা সিংহ কংগ্রেসের সদস্য। তিনি ওই পদে থাকলে রাজনীতি করবেন। তাই নিরপেক্ষ কাউকে বসানোর কথা ভাবা হয়েছে।”
কিন্তু পিছু হটতে নারাজ বরখা। এখনও এক বছর চার মাস মেয়াদ রয়েছে বরখা সিংহের। তিনি আজ স্পষ্ট বলেন, সরকার তাঁকে চাপ দিলেও তিনি কখনওই ইস্তফা দিচ্ছেন না। আজ জঙ্গের সঙ্গে দেখা করে সেই কথাই জানিয়ে আসেন তিনি। তাঁকে সরানোর জন্য কেন দিল্লি সরকার তৎপর হয়েছে, জঙ্গকে সেই ব্যাখ্যাও করেছেন তিনি। বরখার কথায়, “কেজরিওয়াল ও তাঁর মন্ত্রীরা একনায়কসুলভ মনোভাব দেখাচ্ছেন। যা ইচ্ছে, তাই করছেন। আমি ইস্তফা দেব না। যদি আমায় সরানোর চেষ্টা করা হয়, তা হলে আইনের সাহায্য নেব। আমি দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সমস্ত আইন উপ-রাজ্যপালকে দিয়েছি। যাতে উনি বুঝতে পারেন যে, এই ভাবে চেয়ারপার্সনকে সরানো যায় না।” বরখা এ ভাবে নিজের পক্ষে সওয়াল করার পরেই জঙ্গ এ বিষয়ে পদক্ষেপ করেন।
এ দিকে, লোকসভা ভোটে ৩৫০টিরও বেশি আসনে তারা লড়বে বলে আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে আম আদমি পার্টি। যে কোনও দলের বড় মাপের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধেই প্রার্থী দেবে তারা বলে আজ দলীয় সূত্রে জানানো হয়েছে। |
|
|
|
|
|