|
|
|
|
যান্ত্রিক ত্রুটি, আটক যাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পর পর দু’বার রানওয়ে পর্যন্ত গিয়েও ফিরে এল বিমান। কারণ, যান্ত্রিক ত্রুটি। দ্বিতীয় বার বিমানটি ফিরে আসার পরে প্রায় তিন ঘণ্টা ধরে তার ভিতরে বসে থাকা যাত্রীরা ধৈর্য হারিয়ে ফেলেন। এর পরে তাঁদের বিমান থেকে নেমে যেতে বলা হলে ক্ষিপ্ত যাত্রীদের একাংশ তা মানতে অস্বীকার করেন।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মুম্বই বিমানবন্দরে। জেট এয়ারওয়েজের ওই বিমানটির গন্তব্য ছিল সিঙ্গাপুর। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেই বিমান নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিমান সংস্থার দাবি, ওই উড়ান ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পরে অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে পৌঁছে দেওয়া হয় গন্তব্যে। কিন্তু এর মধ্যে প্রায় ৬০ জন যাত্রী অত দেরিতে সিঙ্গাপুর যেতে রাজি হননি। তাঁদের সকলেরই সিঙ্গাপুর থেকে অন্য দেশে যাওয়ার বিমান ধরার কথা ছিল বলে বিমান সংস্থা সূত্রের খবর।
যাত্রীদের অভিযোগ, সময়মতো সিঙ্গাপুর পৌঁছতে না পারায় সেখান থেকে অন্য দেশের নির্ধারিত উড়ানটি তাঁরা ধরতে পারতেন না। এ দিকে সিঙ্গাপুর বিমানবন্দর থেকে অন্য দেশের উড়ান ধরার জন্য যে ভিসা থাকে, তার মেয়াদ ২৪ ঘণ্টা। তার মধ্যে উড়ান ধরতে না পারলে সমস্যায় পড়তে হত। তাই তাঁরা এ দিনের যাত্রা বাতিল করেন। এই দুর্ভোগের প্রতিবাদ জানাতে বিক্ষুব্ধ যাত্রীরা বিগড়ে যাওয়া ওই বিমানেই প্রায় আট ঘণ্টা বসে থাকেন।
জেটের তরফে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পর পর দু’বার ফিরে আসা বিমানটি চালানোর ঝুঁকি নেওয়া হয়নি। অন্য বিমান প্রস্তুত করতে কিছু অতিরিক্ত সময় লেগে যায়। এর জন্য যে সব যাত্রীদের অসুবিধায় পড়তে হয়েছে তাঁদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। |
|
|
|
|
|