|
|
|
|
অন্ধ্রে বিল খারিজ, তবু নিশ্চিত তেলঙ্গানা |
সংবাদ সংস্থা • হায়দরাবাদ
৩০ জানুয়ারি |
অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ধ্বনিভোটে খারিজ হয়ে গেল তেলঙ্গানা বিল। কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো তেলঙ্গানা ছাড়া অন্ধ্রের বাকি অংশ নিয়ে নয়া রাজ্য সীমান্ধ্র গঠন করার কথা। এই সিদ্ধান্তে তেলঙ্গানা উল্লসিত হলেও দলমত নির্বিশেষে সীমান্ধ্রের মানুষ এর বিরোধী। তাঁদের মধ্যে রয়েছেন অন্ধ্রের কংগ্রেস মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিও।
তাই বিধানসভায় তেলঙ্গানা বিল খারিজ হওয়া প্রত্যাশিতই ছিল। কংগ্রেস শাসিত অন্ধ্রের বিধানসভায় তেলঙ্গানা বিল খারিজ হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়লেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে এতে তেলঙ্গানা গঠন করতে কোনও অসুবিধে হবে না মনমোহন সিংহ সরকারের।
আজ তেলঙ্গানা বিলটিকে ঘিরে বড় ধরনের নাটকের সাক্ষী থাকল অন্ধ্র বিধানসভা। তেলঙ্গানাপন্থী বিধায়করা গোলমাল পাকাতে পারেন, এই আশঙ্কায় প্রথম থেকেই অধিবেশন কক্ষে হাজির ছিলেন বহু মার্শাল। মার্শালদের বেষ্টনীতেই ছিলেন কিরণকুমার রেড্ডি। আর সীমান্ধ্রের বিধায়করা স্পিকারের মঞ্চ আড়াল করে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তবুও গোলমাল এড়ানো যায়নি। মুখ্যমন্ত্রী অন্ধ্র ভাগের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেন। তার পরেই তেলঙ্গানাপন্থীরা হইচই শুরু করে দেন। তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) বিধায়ক টি হরিশ রাও একটি বেঞ্চে উঠে স্পিকারের মঞ্চে লাফ দেওয়ার চেষ্টা করেন। সীমান্ধ্রের বিধায়করা তাঁকে টেনে নামান। হইচইয়ের মধ্যেই ধ্বনিভোটে তেলঙ্গানা বিলটি খারিজ হয়ে যায়। তার পরে অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করে দেন স্পিকার।
বিধানসভায় তেলঙ্গানা বিল খারিজ হওয়ায় দৃশ্যতই খুশি মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি। তিনি বলেন, “প্রমাণ করতে পেরেছি রাজ্য ভাগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”
যে হেতু এই ঘটনায় তেলঙ্গানা রাজ্য তৈরিতে কোনও সমস্যা হবে না তা-ই বিধানসভায় বিল খারিজ হওয়াকে গুরুত্ব দিচ্ছেন না তেলঙ্গানাপন্থীরা। তবে আজ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেছেন, “তেলঙ্গানা গঠিত হলে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কথা বলেছিল টিআরএস। তাদের সেই প্রতিশ্রুতি পালন করা উচিত।”
রাজনৈতিক সূত্রের মতে, সীমান্ধ্রে কংগ্রেসের ভরাডুবি হবেই। তাই টিআরএসকে পাশে নিয়ে অন্তত তেলঙ্গানায় বিপুল জয় নিশ্চিত করতে চাইছে তারা। |
|
|
|
|
|