|
|
|
|
মঞ্চে সনিয়ার পাশে, পরে নীতীশের তোপ কেন্দ্রকে |
সংবাদ সংস্থা • কিষাণগঞ্জ
৩০ জানুয়ারি |
একই মঞ্চে হাজির হলেন সনিয়া গাঁধী ও নীতীশ কুমার। কিন্তু সনিয়া যেতেই কেন্দ্র ও কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিহারের মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) কিষাণগঞ্জ ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সভানেত্রী ও বিহারের মুখ্যমন্ত্রী। সনিয়া চলে যেতেই কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিহারের মুখ্যমন্ত্রী। এ দিন তিনি বুঝিয়ে দিলেন, এই লোকসভা ভোটে কংগ্রেস তাঁদের শত্রু।
এএমইউ-র ক্যাম্পাসের জন্য ১৩৬ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। সনিয়া চলে যেতেই সাংবাদিকদের সামনে কেন্দ্রের সমালোচনা করে নীতীশ জানান, এই বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্র দিয়েছে মাত্র ১৩৬ কোটি টাকা। আর কয়েক মাস আগে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য বিহার সরকার এক হাজার কোটি টাকার অনুদান দিয়েছে। কিষাণগঞ্জে এএমইউ-র ক্যাম্পাস গড়ার কৃতিত্বও নিজেদের দিকে টানতে কসুর করেননি নীতীশ। এ দিনের বক্তৃতায় তিনি বলেন, “আমিই এএমইউ-র ভাইস-চ্যান্সেলরকে প্রস্তাব দিয়েছিলাম কাটিহারের জায়গায় কিষাণগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি গড়ার জন্য। কারণ কিষাণগঞ্জ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে।”
নীতীশের আরও অভিযোগ ২০০৯ সালে জমি দেওয়া হলেও এত দিন এখানে একটি ইটও গাঁথা হয়নি। ভোট এসে যাওয়ার কারণেই কেন্দ্রের এই তৎপরতা। |
|
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের
অনুষ্ঠানে সনিয়া গাঁধী ও নীতীশ কুমার। ছবি:পিটিআই। |
এই বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০৯ সালে বিহার সরকার বিনামূল্যে ২২৪ একর জমি দিলেও এই অনুষ্ঠানে প্রথমে নীতীশকে আমন্ত্রণ জানানো হয়নি। নীতীশ অনুগামীদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়ে অবশেষে আমন্ত্রণ জানানো হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। অভিমানী নীতীশও প্রথমে ঠিক করেছিলেন, তিনি অনুষ্ঠানে যাবেন না। রাজনৈতিক সূত্রে খবর, লোকসভা নির্বাচনের মুখে এই অনুষ্ঠানে না গেলে সংখ্যালঘু ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে, এই হিসেব কষেই নীতীশ আজ হাজির হয়েছিলেন।
এএমইউ-র শিলান্যাসের পরে একটি সভা করেন সনিয়া। সেখানে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। সনিয়ার অভিযোগ, বিজেপি মোহনদাস কর্মচন্দ গাঁধীর আদর্শকে হত্যা করছে। |
|
|
|
|
|