ফের মার্কিন ত্রাণ প্রকল্প ছাঁটাই, ১৪৯ পয়েন্ট নামল সেনসেক্স
মার্কিন মুলুকে ফের ত্রাণ প্রকল্প কমানোর ঘোষণায় বৃহস্পতিবার পড়ল ভারতের শেয়ার বাজার। এই নিয়ে গত পাঁচ দিন টানা পড়ে মোট ৮৭৫ পয়েন্ট নামল সূচক। এ দিন সেনসেক্স ১৪৯ পয়েন্ট পড়ে থিতু হল ২০,৪৯৮.২৫ অঙ্কে। টাকার দামও ১৫ পয়সা পড়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬২.৫৬ টাকা।
মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে মাসে ৮৫০০ কোটি ডলারের বন্ড কেনার প্রকল্প চালু করেছিল ফেডারেল রিজার্ভ। কিছু দিন আগেই এক হাজার কোটি ডলারের বন্ড কেনা কমানো হয়। ভারতীয় সময় বুধবার গভীর রাতে আরও এক হাজার কোটির বন্ড কম কেনা হবে বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারি থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে তখন থেকে প্রতি মাসে তারা বাজার থেকে ৬৫০০ কোটি ডলারের বন্ড কিনবে। আর এই সিদ্ধান্তেরই বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব জুড়ে শেয়ার বাজারগুলির উপর।
আমেরিকা ত্রাণ প্রকল্প গুটিয়ে নিলে ভারত সহ অন্য অনেক দেশের আর্থিক অবস্থার উপর তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে দীর্ঘ দিন ধরেই আর্থিক বাজারে একটা আশঙ্কা বিরাজ করছিল। কিন্তু কেন আশঙ্কা? বন্ড কেনার প্রকল্পের মাধ্যমে বাজারে নগদ টাকার জোগান বাড়ানোই ছিল আমেরিকার সরকারের উদ্দেশ্য। ওই প্রকল্পের মাধ্যমে বাজারে ডলারারে জোগানও যথেষ্ট বেড়েছিল। যার ফল হিসাবে বিভিন্ন দেশে ওই ডলারের লগ্নিও বেড়েছিল। এখন নতুন সিদ্ধান্তের জেরে বাজারে ডলারের জোগান কমবে।
দেশের বাজার মহলের আশঙ্কা, এই সিদ্ধান্তের জেরে লগ্নিতে টান পড়তে পারে। কারণ, ফেড রিজার্ভ কম বন্ড কিনলে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির হাতে লগ্নিযোগ্য ডলারের পরিমান কমবে। অন্য দিকে, আমেরিকায় ডলারের জোগান কমায় সেখানে বাড়বে তার চাহিদা। ফলে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মধ্যে ভারতে শেয়ার বিক্রি করে তা ডলারে পরিণত করে মার্কিন মুলুকে নিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। আবার ডলারের চাহিদা বাড়লে, টাকার সাপেক্ষে তার দামও বাড়বে। সব মিলিয়ে ফের ভারতে চলতি খাতে বৈদেশিক মুদ্রা লেনদেন ঘাটতি বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
অবশ্য আমেরিকার সরকারের ওই সিদ্ধান্ত ভারতের আর্থিক বাজারকে কোনও ভাবেই বেসামাল করতে পারবে না বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে অভয় দেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক, উভয়েই পুরো অবস্থার উপর নজর রাখছে। প্রয়োজন মাফিক সমস্ত রকম ব্যবস্থাই তারা গ্রহণ করবে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, দেশের আর্থিক বাজারকে আশ্বস্ত করতে এই দিন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম ভারতের আর্থিক ব্যবস্থা কতটা মজবুত, তা প্রামণ করার চেষ্টা করেছেন। মায়ারাম জানান, বর্তমানে ভারতের কোষাগারে ২৯৫০০ কোটি ডলার মজুত রয়েছে। তা ছাড়া ইতিমধ্যেই দেশের আর্থিক সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এর ফলে চলতি আর্থিক বছরে বাজেট গাটতি ৪.৮ শতাংশের মধ্যে ধরে রাখা সম্ভব হবে। বাণিজ্য ঘাটতিও চলতি আর্থিক বছরে ৫০০০ কোটি ডলারের কমই হবে বলে আশা করা যাচ্ছে। ওই সব তথ্যের ভিত্তিতে আমেরিকার বন্ড কেনা কমানোর সিদ্ধান্ত ভারতের আর্থিক ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলতে পারবেন না বলে ইঙ্গিত দিয়ে মায়ারাম বলেন, “এর ফলে বাইরের কোনও সিদ্ধান্তকে ঘিরে আমাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.