বছর দুয়েকের মাথাতেই ফের মালিকানা বদলাচ্ছে মোটোরোলার। মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের হাত থেকে এ বার তা যাচ্ছে চিনা তথ্যপ্রযুক্তি সংস্থা লেনোভোর কাছে। আমেরিকার স্মার্টফোন প্রস্তুতকারক মোটোরোলাকে কিনতে ২৯১ কোটি ডলার (১৮,৩৩৩ কোটি টাকা) ঢালছে লেনোভো। প্রযুক্তি ক্ষেত্রে এটাই কোনও চিনা সংস্থার সর্ববৃহৎ চুক্তি।
সম্প্রতি পার্সোনাল কম্পিউটার (পিসি) আর সার্ভারের ব্যবসায় প্রায় উল্কার গতিতে উঠে এসেছে লেনোভো। ২০০৫ সালে আইবিএম-এর পিসি ব্যবসার পুরোটাই হাতে নিয়েছিল তারা। যাকে আরও বাড়িয়ে ২০১৩-তে তারা হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম পিসি প্রস্তুতকারক। সার্ভার-বাজারে দখল বাড়াতে চলতি সপ্তাহে ২৩০ কোটি ডলারে আইবিএম-এর লো-এন্ড সার্ভার ব্যবসা কেনার কথা ঘোষণা করেছে তারা। এ বার মোটোরোলার মতো স্মার্টফোন নির্মাতা হাতে আসায় মোবাইল ফোন তৈরির ব্যবসাতেও লেনোভো গুরুত্বপূর্ণ জায়গা নেবে বলে মনে করছেন অনেকে। তাঁদের মতে, এখনও পর্যন্ত অনুপস্থিত থাকা মার্কিন বাজারে সংস্থার সামনে এক বিশাল সম্ভাবনার দরজা তো খুলে যাবেই, সেই সঙ্গে স্মার্টফোন নির্মাতা হিসেবেও অ্যাপল ও স্যামসাঙের পরে তৃতীয় জায়গাটা চলে আসবে তাদের দখলে। এ দিন এ কথা দাবি করেছেন খোদ সংস্থার কর্তারাও। |
কারখানার সামনের হোর্ডিংয়ে মোটোরোলা এখনও গুগলেরই। হবু মালিক অবশ্য লেনোভো। ছবি: রয়টার্স। |
‘ক্রেতা’ লেনোভোকে নিয়ে এই বিপুল জল্পনার মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গুগলও। বিশেষত, তথ্যপ্রযুক্তি মহলকে নাড়িয়ে দিয়েছে ফের ফের তার ব্যবসার কৌশল বদল। এক পক্ষের মতে, স্মার্টফোনের হার্ডওয়্যার বাজারকে নিশানা করে ২০১২-তে ১,২৫০ কোটি ডলারে (টাকার বর্তমান মূল্যে যা ৭৮,৭৫০ কোটি) মোটোরোলা হাতে নিয়েছিল সংস্থাটি। এ বার সেই ব্যবসায় তেমন সুবিধা হবে না বুঝেই, তড়িঘড়ি ২৯১ কোটি ডলারে মোটোরোলা বেচার এই সিদ্ধান্ত। কার্যত স্যামসাং, অ্যাপলের মতো রাঘব বোয়ালের সঙ্গে রণে ভঙ্গ দেওয়া। সমালোচকরা মনে করছেন, সাম্প্রতিক কালে মোটোরোলার বেড়ে চলা লোকসানের বহর দেখে গুগল বিলক্ষণ বুঝেছে তার আসল শক্তি স্মার্টফোনের সফটওয়্যার। হার্ডওয়্যার নয়। বিশেষত যেখানে তাদের ‘অ্যান্ড্রয়েড’ সফটওয়্যার সেঁধিয়ে রয়েছে স্যামসাং-সহ বিভিন্ন মোবাইলের পেটে। তাই এখন সেই ব্যবসাতেই জোর দিতে চাইছে তারা। সংস্থার সিইও ল্যারি পেজ-ও বলেছেন, “স্মার্টফোন তৈরির তুলনায় তার সফটওয়্যারের উপর নজর দিলেই গুগলের সব থেকে ভাল হবে।”
কিন্তু অন্য পক্ষের মতে, হয়তো এটাও এক অর্থে গুগলের ধুরন্ধর ব্যবসায়িক চাল। কারণ মোটোরোলা কেনার সময় তাদের অন্যতম লক্ষ্য ছিল ফোন নির্মাতার বিপুল পরিমাণ (১৭ হাজার) পেটেন্ট নিজেদের ঝুলিতে পোরা। লেনোভোর কাছে মোটোরোলা বেচলেও চুক্তি থেকে স্পষ্ট যে, সেই পেটেন্টের বেশির ভাগটাই নিজেদের হাতে রাখার শর্ত রেখেছে তারা। মাত্র হাজার দুয়েক পেটেন্ট যাবে লেনোভোর হাতে। যাতে পেটেন্ট নিয়ে আইনি ঝামেলার একটা বড় অংশ থেকে মুক্ত হতে পারে গুগল।
নিজেদের বৃহত্তম অধিগ্রহণের নজির গড়ে কেনা মোটোরোলা বেচে দিলেও গুগলের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছে মার্কিন শেয়ার বাজার। গুগলের দর প্রায় ২.৬% উঠে ১,১৩৬ ডলারে পৌঁছে গিয়েছে। তবে এই হাতবদলে লেনোভোর নগদ তহবিল কমার আশঙ্কায় হংকঙে তাদের দর পড়েছে ৮.২%। অবশ্য এই হস্তান্তরে এখনও চিন ও মার্কিন নিয়ন্ত্রকের সায় পাওয়া বাকি। |