টুকরো খবর
স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে প্রশিক্ষণ শিবির
স্বনির্ভর দলগুলি কীভাবে ব্যাঙ্কের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট খুলতে পারে, ঋণ পেতে পারে, ঋণ গ্রহীতারাই বা কীভাবে তা পরিশোধ করবে এ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটি শিবির হল। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটে ওই শিবিরে ছিলেন নাবার্ডের জেলা উন্নয়ন আধিকারিক প্রশান্ত সাহা, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জেলা সমন্বয়ক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের রামপুরহাট শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার পরেশনাথ পাল-সহ মহকুমার বিভিন্ন পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলির সহায়কেরা।
চলছে প্রশ্নোত্তর। —নিজস্ব চিত্র।
শিবিরের আয়োজক ছিল মল্লারপুর নৈশুভা। সংগঠনের সম্পাদক সাধন সিংহ বলেন, “স্বনির্ভর দলের অনেক সদস্যই বিষয়গুলি জানেন না। তাই আমরা জেলার স্বনির্ভর দলগুলিকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সচেতন করছি। যাতে তারা আর্থিক দিক থেকে আরও মজবুত হন এবং বিভিন্ন ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা থেকে চড়া সুদের হারে ঋণ না নেন।”

গোপন জবানবন্দি
লাভপুর গণনির্যাতন-কাণ্ডে বৃহস্পতিবার বোলপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতা তরুণী। সরকারি আইনজীবী বলেন, “প্রথমার্ধে তদন্তকারী অফিসার পার্থ ঘোষ নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার জন্য এসিজেএমের কাছে আবেদন করেছিলেন। বিচারক তা মঞ্জুর করলে দ্বিতীয়ার্ধে জবানবন্দি নেওয়া হয়।” সন্ধ্যায় তাঁরা সিউড়ি হাসপাতালে ফিরে যান।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিজয় গঁরাই (৩০)। বাড়ি পুরুলিয়ার মানবাজারের চাপাতি গ্রামে। বুধবার সন্ধ্যায় হুল্লুং গ্রামের মোড় পথচারীরা তাঁকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। আঘাতের কোনও চিহ্ন ছিল না। ওই মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোথায় কী
রবীন্দ্র ভবন, সাঁইথিয়া। সন্ধ্যা ৬টা থেকে। আয়োজক: সাঁইথিয়া আসরনাট্যম সংস্থা।
নাট্য উৎসব ২০১৪। প্রথম দিন দু’টি নাটক। কলকাতার ‘ঊহিনী’ নাট্যসংস্থার মুক্তধারা
ও সিউড়ির ‘আত্মজ’ নাট্যসংস্থার সোনার চাবি। চলবে শনিবার অবধি।

শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়, কীর্ণাহার। সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ
ও বিদ্যায়তন নিয়ে আলোচনা। স্কুল কর্তৃপক্ষ আয়োজিত রাজ্য স্তরের প্রবন্ধ
প্রতিযোগিতার বিজয়ী ১১ জন পড়ুয়াকে পুরস্কার প্রদান।

রক্তকরবী মঞ্চ, রামপুরহাট। সন্ধ্যা সাড়ে ৬টা। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক: গান্ধর্বী। দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য ও গুণীজন সম্মান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.