চিত্র সংবাদ


ব্রিগেডে গিয়েছে বাস। কাজের দিনে তাই দিনভর ভোগান্তি পোহালেন
পুরুলিয়া ও বাঁকুড়াবাসী। বৃহস্পতিবার পুরুলিয়ার বিভিন্ন রুটে সকাল থেকে হাতেগোনা
বাস চলেছে। জেলা বাস মালিক সমিতির সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন,
“বিভিন্ন রুটে প্রতিদিন ৪০০ বাস চলে। এ দিন ২৫০টির মতো বাস কলকাতায় গিয়েছে।”
একই চিত্র বাঁকুড়া জেলায়ও। বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া তিনটি মহকুমাতেই ছিল বাসের খরা। বাঁকুড়া জেলা
বাস মালিক সমিতি সূত্রে জানা গিয়েছে, জেলার ৯০ শতাংশ বাসই ব্রিগেডের জন্য তুলে নেওয়া হয়েছে।
আরটিও (বাঁকুড়া) দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “অতিরিক্ত বাস না নামানো গেলেও পরিবহণ
স্বাভাবিক রাখতে জেলার সরকারি বাসগুলিকে বিভিন্ন রুটে একাধিকবার চালানো হয়েছে।” যদিও
তাতে সমস্যা এড়ানো যায়নি বলেই দাবি সাধারণ মানুষের। ছবি: সুজিত মাহাতো, অভিজিৎ সিংহ ও শুভ্র মিত্র।

অপচয়। রঘুনাথপুর ক্রীড়াঙ্গন মোড় দিয়ে কোনও বাস চলে না।
অথচ ঝকঝকে যাত্রী প্রতীক্ষালয় গড়ে তোলা নিয়ে প্রশ্ন তুলেছে বাসিন্দারা। ছবি: প্রদীপ মাহাতো।

গত ১৯ জানুয়ারি থেকে বিষ্ণুপুরে শুরু হয়েছে মহকুমা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন লিগ।
৭টি দল যোগ দিয়েছে। রবিবার ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

কলকাতা-তারাপীঠ রুটে কপ্টার পরিষেবা চালুর জন্য ট্রায়াল দিল পবনহংস।
বৃহস্পতিবার তারাপীঠে ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।

বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় নিহতের পরিবারের সদস্যদের গোপন জবানবন্দি
নেওয়ার আর্জি জানিয়েছিল সিআইডি। বৃহস্পতিবার সিউড়ির ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার বিভাগীয়
ম্যাজিস্ট্রেট চন্দ্রাণী চক্রবর্তীর কাছে দু’ঘণ্টা ধরে জবানবন্দি দেন নিহতের স্ত্রী সরস্বতী ঘোষ, পুত্রবধূ শিবানী ঘোষ
ও আরও দুই আত্মীয়। বাড়ি ফেরার পথে হঠাৎই ভেঙে পড়েন সরস্বতীদেবী। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.