টুকরো খবর |
প্ল্যাটফর্মে র্যাম্প চেয়ে আবেদন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রেল কর্তৃপক্ষ দুর্গাপুর স্টেশনে চলমান সিঁড়ি বসানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। বিকল্প হিসেবে স্টেশনের ১ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করে দু’টি র্যাম্প বানানোর অনুমোদন চেয়ে সম্প্রতি রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হক। দুর্গাপুর স্টেশনের ওভারব্রিজে বর্তমানে ৪৬টি খাড়াই সিঁড়ি রয়েছে। ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। সাংসদের কথায়, “আমি মাঝে মাঝেই দুর্গাপুর স্টেশনে যাই। তাই যাত্রীদের সমস্যা বুঝি। রেল বোর্ড পরিকল্পনা অনুমোদন করলে যাত্রীদের কষ্ট লাঘব হবে।”
|
গাঁধীজির মৃত্যুদিবস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গাঁধীজির মৃত্যুদিন পালিত হল আসানসোলে। বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে কোর্ট সংলগ্ন এলাকায় গাঁধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য দেন পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ও মেয়র পারিষদ (সংস্কৃতি) রবিউল ইসলাম।
|
রাস্তা সংস্কারের দাবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বেহাল রাস্তা সংস্কারের দাবি তুললেন দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অম্বুজা এলাকার ভিতরে যানবাহন চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শীঘ্র রাস্তা সংস্কারের দাবি করেছেন তাঁরা। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই কাজে হাত দেওয়া হয়েছে।
|
টেট-এ দুর্নীতির নালিশ, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ ডিওয়াইএফের। —নিজস্ব চিত্র। |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে আসানসোলের বিএনআর মোড় এলাকায় জি টি রোড অবরোধ করেন সিপিএমের যুব সংগঠন যুব ফেডারেশনের কয়েকশো সদস্য সমর্থক। সংগঠনের জেলা সভাপতি দেবানন্দ প্রসাদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পনেরো মিনিটের প্রতীকী অবরোধ হয়। দিনের ব্যস্ত সময়ে আচমকা এই অবরোধের জেরে সমস্যায় পড়েন শহরবাসী।
|
রাস্তা সারানোর দাবি অম্বুজায়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। এমন অভিযোগ দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা এলাকার বাসিন্দাদের। অম্বুজা এলাকার ভিতরের রাস্তায় যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাঁদের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি করেছেন তাঁরা। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই ওই এলাকার রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। দ্রুত সব বেহাল রাস্তা মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
|
বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট-২ অনার্স ও পাশ পাঠ্যক্রমের ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। অনার্সে ২১৪৪৮ জনের মধ্যে ১৩৫৯২ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার শতকরা ৭৪.৮৯। গতবার এই হার ছিল ৭৪.১২। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় জানান, এই পরীক্ষায় পার্ট নট ক্লিয়ার্ডের সংখ্যাও বেশ বেশি। অনার্সের ক্ষেত্রে তা হল ৩২৯৯। পাশের ৪৭৪৪৬ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ১৪০৩৫। উত্তীর্ণের হার ৪০.৯৮। গতবার তা ছিল ৪১.৮৬। পার্ট নট ক্লিয়ার্ডের সংখ্যা ১৩১৯৯। |
|