বর্ধমান হাটগোবিন্দপুর বি এন দত্ত মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল, ক্রিকেট ভলিবল ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হল কলেজ ময়দানে। ফুটবলে আবাসিক বিভাগ ১-০ গোলে শারীরশিক্ষা বিভাগকে হারিয়েছে। গোল করেছেন জয়দেব কোঁড়া। ক্রিকেটে ইতিহাস বিভাগ ২২ রানে হারিয়েছে ছাত্র সংসদকে। ভলিবলে শারীর শিক্ষা বিভাগ ২-১ সেটে হারিয়েছে বাণিজ্য বিভাগকে। অ্যাথলেটিক্সে ছেলে ও মেয়েদের দু’টি বিভাগেই খেতাব জিতেছে শারীরশিক্ষা বিভাগ। ছেলেদের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাইজাম্প, ২০০ মিটার ও ৪০০ মিটারে প্রথম হওয়া হানিফ শেখ। মেয়েদের বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে তৃপ্তি পাল ও অনিতা সিংহ। তৃপ্তি শটপাট, ডিসকাস ও জ্যাভলিন থ্রোতে প্রথম এবং অনিতা ১০০, ২০০ মিটার দৌড় ও লংজাম্পে প্রথম।
|
বর্ধমান সদর প্রথম ডিভিশন ভলিবল সদর নকআউটে অগ্রদূত সঙ্ঘ খেতাব জিতল। তারা ফাইনালে অগ্রদূত কোচিং সেন্টারকে ২৫-২২, ২৫-১৯, ২৫-২১ পয়েন্টে হারিয়েছে। লোকাল নকআউট দ্বিতীয় ডিভিশন পর্যায়ে রাইপুর নবীন সঙ্ঘ ৩-১ সেটে হারায় পাল্লারোড সর্মস্তপুর যুব সঙ্ঘকে। অগ্রদূত সঙ্ঘের পরিচালনায় জেলা নকআউট ভলিবল বোঁয়াইচণ্ডী মাঠে শুরু হচ্ছে ১-২ ফেব্রুয়ারি।
|
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ কবাডিতে খেতাব জিতেছে কবি সুকান্ত মহাবিদ্যালয়। তারা ফাইনালে হুগলির খলিসানী মহাবিদ্যালয়কে ৩২-১৩ পয়েন্টে হারায়। মোট আটটি কলেজ এতে যোগ দেয়।
|
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল আসানসোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার নিউ আপার চেলিডাঙা শিব মন্দির মাঠে ২২টি ইভেন্টে প্রায় তিনশো পড়ুয়া যোগ দেয়। |