টুকরো খবর
ছাত্রীর মৃত্যু, ধৃত তরুণী
খাতড়া আদিবাসী কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনুশ্রী কর্মকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁরই পড়শি এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দুলালী নামাতা। ওই তরুণীর বাড়ি খাতড়ার বেনা গ্রামে। বৃহস্পতিবার তাঁকে ধরা হয়। শুক্রবার ধৃতের তিন দিন পুলিশ হেফাজত হয়। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহ রায় বলেন, “দুলালী নামাতা এবং চাকা গ্রামের এক যুবকের বিরুদ্ধে অনুশ্রীকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন মৃতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে দুলালীকে ধরা হয়েছে। অন্য অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।” মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা মহকুমাশাসকের কাছেও স্মারকলিপি দেন। ১৫ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি খাতড়া আদিবাসী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অনুশ্রী। পরের দিন বাঁকুড়ার ভৈরবস্থানের কাছে, রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে তাঁর মোবাইল এখনও উদ্ধার হয়নি। খাতড়ার বেনা গ্রামের বাসিন্দা ওই তরুণীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে মৃতার পরিবার। পুলিশের এক আধিকারিক বলেন, “প্রাথমিক তদন্তের পরেও ওই তরুণীর মৃত্যু রহস্য কাটেনি। ওই তরুণীর মৃত্যুর পিছনে প্রেমঘটিত বা অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

রানিবাঁধে গ্রেফতার প্রেমিক
এক তরুণীকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁরই প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শঙ্কর মাঝি। বাড়ি রানিবাঁধের জোড়াকেন্দ গ্রামে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে ধরা হয়। শুক্রবার আদালতে তোলা হলে ৪ দিন পুলিশ হেফাজত হয়। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহ রায় বলেন, “রানিবাঁধের বাগডুবির বাসিন্দা সুন্দরা মাঝি নামে ওই তরুণীকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে শঙ্কর মাঝিকে ধরা হয়েছে।” ২৫ ডিসেম্বর রাতে সুন্দরা মাঝিকে খুন করে পাথর বেঁধে রানিবাঁধের ঠুটাশোল গ্রামের কাছে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। ১৪ জানুয়ারি দেহটি উদ্ধার হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত শ্বাররোধ প্রেমিকাকে খুন করে প্রমাণ লোপাটের কথা স্বীকার করেছে।

দেহ উদ্ধার
বাঘমুণ্ডির পিড়রগড়িয়া জঙ্গল থেকে গলাকাটা এক যুবকের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার স্থানীয় মানুষজনের কাছ পেয়ে মাথাহীন দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সাগর মণ্ডল (৩৭)। তিনি ঝালদা থানার ইলু গ্রামের বাসিন্দা। গত ১০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা দেহটি সনাক্ত করেন। যুবক এলাকায় কাঠের ব্যবসা করতেন।

রাঁধুনিদের ছৌ
পুরুলিয়ায় মহড়া। —নিজস্ব চিত্র।
এ বার ছৌ নাচবেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের হেঁশেলের কর্মী। আগামী ২৮ জানুয়ারি বেলুড় মঠে তাঁদের নাচ। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ জানান, স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে বেলুড়ে। ২৮ জানুয়ারি সেখানে মহিষাসুরমর্দিনী পালা করবে তাঁদের ছৌ-এর দল। হেঁশেল সামলে এখন রোজ মহড়া দিচ্ছেন গোপাল বাউরি, নীহার বাউরি, জিতেন বাউরি, হিতেন বাউরি, সিন্ধু বাউরি, লাল্টু বাগদিরা। তাঁদের কথায়, “পুরুলিয়ার নাচের সুনাম বজায় রাখতে হবে।”

স্মারকলিপি
আদিবাসীদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া-সহ ১৫ দফা দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চে বিষ্ণুপুর ব্লক কমিটি বিষ্ণুপুর মহকুমা শাসককে স্মারকলিপি দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.