মিজোরামে জঙ্গিদের হাতে অপহৃত যুবক দীপ মণ্ডলকে উদ্ধারের দাবিতে ধর্না অনশনে বসলেন তাঁর বন্ধু, পড়শি-সহ ২৫ জন বাসিন্দা। শুক্রবার সকাল ৭টা থেকে ইন্দাসের পীরতলামোড়ে বিশ্রামাগারের পাশে চেয়ার পেতে অনশন শুরু করেছেন তাঁরা। অনশনকারী মানস রায়, বিশ্বরূপ ভট্টাচার্যরা বলেন, “দীপকে দ্রুত উদ্ধারের দাবিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অনশন চলবে। আজ, শনিবার ইন্দাসে বন্ধের ডাক দেওয়া হয়েছে।” গত ২৩ ডিসেম্বরের ঘটনা। ইন্দাসের দিবাকরবাটির বাসিন্দা দীপ মণ্ডল দিল্লির একটি বেসরকারি টেলিকম সংস্থায় কাজ করেন। মিজোরামের মামিত জেলার ডাম্পারেংপুই গ্রাম এলাকায় মোবাইল টাওয়ার বসানোর জন্য সমীক্ষা চালাতে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তাঁর সঙ্গী দুই গাড়ি চালক-সহ তাঁকে জঙ্গিরা অপহরণ করেছে। |
জঙ্গিরা মোটা অঙ্কের মুক্তিপণ চেয়েছে বলে দীপের পরিবার সূত্রে জানা গিয়েছে। কিছু দিন আগে দুই মিজো চালককে জঙ্গিরা মুক্তি দিলেও দীপকে ছাড়েনি। দীপকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বন্ধু, পড়শি, ব্যবসায়ী থেকে এলাকার বাসিন্দারা মিছিল করেছিলেন। এ দিনের অনশনে সামিল হন, যে কলেজ থেকে দীপ পাশ করেছেন ওই কলেজের ছাত্রছাত্রীরাও। ছিলেন তাঁর বাবা নিখিল মণ্ডল, বোন মধুমন্তী, দুই কাকা বিশ্বজিৎ কুণ্ডু এবং রাজীব কুণ্ডু-সহ আরও অনেকে। রাজীববাবু বলেন, “দীপকে এত দিন ধরে জঙ্গিরা আটকে রেখেছে। অথচ তার সঙ্গে যে দু’জন চালককে অপহরণ করেছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে। দীপকে উদ্ধারের ব্যাপারে প্রশাসন যথেষ্ট সক্রিয় নয়।” ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি আন্তঃরাজ্যের। স্থানীয়ভাবে আমার কিছু করার নেই। সে কথা আন্দোলনকারীদের জানিয়ে বন্ধ না করার জন্য কাছে অনুরোধ করেছি।” পুলিশ সুপার মুকেশ কুমার শুক্রবার বলেন, “দীপ মণ্ডলকে উদ্ধারে আমাদের চেষ্টার কোনও ত্রুটি নেই। মিজোরাম পুলিশের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হয়েছে।” |