টুকরো খবর
দেওরের হাতে খুন বৌদি
জমি নিয়ে বিবাদের জেরে লাঠি দিয়ে মেরে বৌদিকে খুন করল দেওর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুলপির বেড়ান্দলি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেরিনা বিবি (২৬)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রের খবর, ওই মহিলার স্বামী এন্তা আলি হালদারের সঙ্গে দেওর আনসার হালদারের বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এন্তা আলি হালদার বাড়িতে ছিলেন না। সেই সময় দেওর আনসার হালদার বাড়িতে এসে বৌদির সঙ্গে এই বিষয়ে চেঁচামেচি আরম্ভ করে। কথা কাটাকাটির সময়ে আচমকাই আনসার লাঠি দিয়ে বৌদির মাথায় মেরে পালায় বলে অভিযোগ। প্রতিবেশীরা ওই মহিলাকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করালে রাতেই মারা যান তিনি। শুক্রবার সকালে ওই মহিলার স্বামী আনসার হালদার আরও চার জনের বিরুদ্ধে কুলপি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অপহরণের চেষ্টা, গ্রেফতার
দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবার এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার রামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুভাষ বিশ্বাস। বাড়ি ওই এলাকাতেই। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঋতুপর্ণা সরকার নামে ওই ছাত্রী বুধবার রাত ১১ টা নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হয়। অভিযোগ, ওই সময়ে সুভাষ তাঁকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে পালিয়ে যায়।

শুরু গোবরডাঙা উৎসব
বৃহস্পতিবার থেকে শুরু হল গোবরডাঙা উৎসব। উপস্থিত ছিলেন উদ্বাস্তু ও পূর্ণবাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, বনগাঁর সাংসদ গোবিন্দ নষ্কর, গোবরডাঙার চেয়ারম্যান সুভাষ দত্ত এবং গোবরডাঙা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শঙ্কর দত্ত সহ বিভিন্ন বিশিষ্টরা। এই উপলক্ষে বৃহস্পতিবার এক পদযাত্রায় অংশ নেন বিভিন্ন ক্লাব, সাংষ্কৃতিক সংগঠনের পাশাপাশি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। গড়পাড়া বিধান স্মৃতি ময়দানে ২৭ জানুয়ারি পর্যন্ত উৎসবে থাকবে নাটক, সংগীত, লোকসংষ্কৃতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাও।

আক্রান্ত পুলিশ
দুই পরিবারের বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীদের মারে জখম হলেন তিন পুলিশকর্মী। এমনকী পুলিশের গাড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা। শুক্রবার দুপুরে কুলপির ইনসিনবেড়িয়ার ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বছর পাঁচেক আগে গ্রামের পলাশ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় সুর্পণা মণ্ডলের। দিন তিনেক আগে প্রতিবেশী কৌশিক হালদারের সঙ্গে পালিয়ে যান সুপর্ণা। শুক্রবার সকালে তাঁরা ফিরলে দুই পরিবারে ঝামেলা বাধে।

পিটিয়ে খুন
বাড়ির সামনে বসে মদ খাওয়ার প্রতিবাদ করায় সোদপুরের এইচবি টাউনে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানায়, নিহতের নাম পার্থ বিশ্বাস (৩৫)। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে আশিস নামে এক রিকশাচালককে মদ খেতে দেখে প্রতিবাদ করেন পার্থ। বচসার পরে আশিস চলে যায়। রাতে আশিসের দুই ছেলে সঙ্গীদের নিয়ে পার্থকে রড দিয়ে পেটায় বলে অভিযোগ। চার জন ধরা পড়েছে। তবে পুলিশ বলছে, রিকশার ভাড়া নিয়ে গোলমালেই এই খুন।

ক্রীড়া প্রতিযোগিতা
--নিজস্ব চিত্র।
নেতাজির জন্মদিবসে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হল বনগাঁর উনাই-কালোপুরের ‘সিগনেট ডে’ স্কুলে। এ দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁর মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিআইএসসিই-র কার্যকরি সদস্য নবারুণ দে সহ-বিভিন্ন কলেজ ও স্কুলের উপাচার্য এবং পুলিশ ও প্রশাসনের কর্তারা। প্রায় শ পাঁচেক ছাত্রছাত্রী যোগ দিয়েছিল প্রতিযোগিতায়। পরে সফল এবং স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ ছাড়াও ড্রিল, মার্চপাস্ট, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় ছাত্রছাত্রীরা।

দুর্ঘটনায় মৃত ২
ভ্যানো এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাটের মৈত্রবাগান এলাকার টাকি রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শঙ্কর সাহা (৩৮) এবং নিমাই দাস (৭০)। শঙ্করের বাড়ি বসিরহাটের নেওরা দীঘির পাড়ে। নিমাইবাবুর বাড়ি স্বরূপনগরের পিয়াড়া গ্রামে।

দেহ উদ্ধার গাংনাপুরে
গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ভোরে গাংনাপুরের বেলঘরিয়া এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত স্বপন মণ্ডল(৩৯) পেশায় রাজমিস্ত্রি। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.