|
|
|
|
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে চার্জগঠন পিছোল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় চার্জ গঠন ফের পিছোল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলায় অভিযুক্ত লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, তপন ঘোষ, সুকুর আলি-সহ ৭১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ছিল। অভিযুক্তদের মধ্যে লক্ষ্মণ শেঠ-সহ ৬৭ জন আদালতে উপস্থিত থাকলেও চার জন শারীরিক অসুস্থতার কারণে এ দিন উপস্থিত হতে পারেননি বলে আদালত সূত্রে খবর।
ওই মামলায় অভিযুক্তদের মধ্যে কানাইলাল ভুঁইয়া, রবীন্দ্রনাথ করণ নামে দুই অভিযুক্ত আদালতে নন্দীগ্রাম নিখোঁজ মামলা থেকে ছাড় পাওয়ার জন্য আবেদন করেছিলেন। অভিযুক্তদের দাবি, তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নেই। তাই মামলা থেকে অব্যহতি দেওয়া হোক। ওই আবেদনের ভিত্তিতে এ দিন জেলা আদালতের বিচারকের এজলাশে শুনানি হয়। সরকার পক্ষের আইনজীবী ওই দুই অভিযুক্তের মামলা থেকে অব্যহতি পাওয়ার আবেদনের বিরোধিতা করেন। এরপর ওই মামলার বিচার শুরুর জন্য সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবী। কিন্তু, এ দিন অভিযুক্ত পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য শোনা হয়নি। শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র ওই মামলায় অভিযুক্তদের সবাইকে ২৭ জানুয়ারি সোমবার আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।
এ দিন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশি অভিযানের সময় ১৪ জনের নিহত হওয়ার ঘটনা নিয়ে সিবিআইয়ের চার্জশিট জমা দেওয়া প্রসঙ্গ টেনে নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, “সিবিআই সম্প্রতি হলদিয়া কোর্টে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে নন্দীগ্রামে গণ আন্দোলনের নামে সশস্ত্র সন্ত্রাস হয়েছিল।” প্রাক্তন সাংসদের কথায়, “নন্দীগ্রাম প্রসঙ্গ নিয়ে আমাদের জেলা-রাজ্য পার্টির আন্দোলন শুরু করা উচিত। এ নিয়ে জোরদার প্রচার প্রয়োজন।”
হীরক জয়ন্তী। দাসপুরের কেশবচক দেশগৌরব হাইস্কুলে হীরক জয়ন্তী উৎসব শুরু হল বৃহস্পতিবার। এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ। ওই দিন একটি নব নির্মিত ভবনেরও উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রাণি সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছিলেন ঘাটালের বিধায়ক তথা পরিষদীয় সচিব শঙ্কর দোলই। পরিচালন কমিটির সম্পাদক প্রদীপ মানিক বলেন, “তিন দিনের উৎসবে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।”
|
|
|
|
|
|