|
|
|
|
রেল মানচিত্রে মেঘালয়
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২৪ জানুয়ারি |
এপ্রিল মাসের মধ্যেই দেশের রেল মানচিত্রে ঢুকতে চলেছে মেঘালয় ও অরুণাচল।
অসমের দুধনৈ থেকে উত্তর গারো হিল জেলার রেসুবেলপাড়া ও মেন্দিপাথার পর্যন্ত রেলপথ তৈরির কাজ প্রায় শেষ। শনিবার যোজনা কমিশনের সদস্য বি কে চতুর্বেদী, প্রিন্সিপাল সেক্রেটারি জেনারেল পি ডব্লু ইংতি এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসাররা নতুন রেলপথ পরিদর্শন করেন।
রেল সূত্রের খবর, ২০১২ সালে শিলান্যাস হওয়া ১৯.৭৫ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথ সম্প্রসারণ প্রকল্পে খরচ হয়েছে ১৭৫ কোটি ৪৩ লক্ষ টাকা। ট্রেন থামবে মেন্দিপাথার ও রেসুবেলপাড়ায়। পরীক্ষামূলকভাবে শনিবার একটি তিন বগির ট্রেন মেন্দিপাথার পর্যন্ত চালানো হয়। মুখ্যমন্ত্রী মুকুল সাংমার আশা, এরপর তুরা ও দোবু পর্যন্ত রেল পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।
চতুর্বেদী বলেন, “রেলের মানচিত্রে এপ্রিলের পরই নাম থাকবে মেঘালয়ের। পরিষেবা চালু হওয়ার পর এখান থেকে সহজেই কয়লা ও অন্যান্য খনিজ পরিবহণ আরও সহজ হবে। এলাকার আর্থ-সামাজিক পরিবেশের উপরও তার প্রভাব পড়বে।” মেঘালয়ের রি-ভয় জেলার বর্নিহাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়েও পরিকল্পনা চলছে। মেঘালয়ের পাশাপাশি শীঘ্র অরুণাচলও রেল মানচিত্রের শরিক হতে চলেছে। অসমের হারমুতি থেকে অরুণাচলের নাহারলাগুন পর্যন্ত ব্রডগেজের কাজও পরিদর্শন করেন রেলকর্তারা। তাঁদেরর আশা, ওই রেলপথ তৈরির কাজ মার্চের মধ্যেই শেষ হবে। মেন্দিপাথারের সঙ্গে তারও উদ্বোধন এপ্রিলেই সম্ভব।
রেল জানিয়েছে, দেশের সব রাজধানীকে রেলপথে যুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে ইম্ফল পর্যন্ত রেল পরিষেবার ব্যাপারেও পরিকল্পনা চলছে। |
|
|
|
|
|