মহিলা কমিশনে নয়, ঘুড়ি উৎসবে সোমনাথ

২৪ জানুয়ারি
প্রতি দিন অস্বস্তি বেড়ে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের। সমান তালে বিতর্কও বাড়িয়ে চলেছেন তাঁর আইনমন্ত্রী সোমনাথ ভারতী।
বিদেশিনি নিগ্রহের ঘটনায় দিল্লি মহিলা কমিশনের তলব সত্ত্বেও আজ সেখানে নিজে না গিয়ে আইনজীবীকে পাঠিয়েছিলেন সোমনাথ। নিজে অবশ্য দিল্লিতেই ছিলেন, তবে ঘুড়ি উৎসবে। খোশমেজাজে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে তাঁকে। সোমনাথের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে মহিলা কমিশন। আপ নেতৃত্ব মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধেই রাজনীতি করার অভিযোগ তুলেছেন।
কিন্তু অস্বস্তি তাতে ঢাকা পড়েনি। বরং কেজরিওয়ালকে কেন রেল ভবনের সামনে ধর্নায় বসতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলে আজ দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। একই দিনে কেজরিওয়ালকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের সময়ে বিলি করা প্রচারপত্রে সংখ্যালঘুদের ভোট চেয়ে আর্জি জানিয়েছিল আপ। এই ঘটনায় আদর্শ আচরণবিধি ভাঙা হয়েছে বলে জানিয়ে কেজরিওয়ালকে ভবিষ্যতে সতর্ক থাকতে বলেছে কমিশন। সর্বোপরি দিল্লি সচিবালয়ের কর্মীরা আজ একগুচ্ছ দাবি তুলে জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারির মধ্যে ওই দাবি মানা না হলে তাঁরা অনির্দিষ্টকালের বিক্ষোভ শুরু করবেন।
ফলে বহুমুখী চাপে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। যার মধ্যে সোমনাথ ভারতীর বিষয়টি যত দিন যাচ্ছে, ততই জটিল হয়ে পড়ছে। আজ সোমনাথের ইস্তফার দাবিতে দিল্লিতে প্রায় ডজনখানেক পথসভা করে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা হর্ষবর্ধন বলেছেন, “প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে দল।” মহিলা কমিশন জানিয়ে রেখেছিল, এর আগে দু’দফায় তাদের তলব সত্ত্বেও গরহাজির থাকা সোমনাথ আজও না-এলে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে। আজ সোমনাথের বদলে তাঁর আইনজীবী হৃষীকেশ কুমার মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিংহের সঙ্গে দেখা করেন। বরখা তাঁকে জানিয়ে দেন, সোমনাথ ছাড়া অন্য কারও উপস্থিতি মেনে নেবে না কমিশন। বরখার সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন হৃষীকেশ। পরে আপ-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘মহিলা কমিশনের চেয়ারপার্সন প্রাক্তন কংগ্রেস বিধায়ক। তিনি রাজনীতি করছেন। সোমনাথ ভারতীর হাতে পর্যটন দফতরও রয়েছে। তিনি সেই দফতরের পূর্বনির্ধারিত কর্মসূচিতে গিয়েছিলেন। তার পরে উপ-রাজ্যপালের একটি অনুষ্ঠান ছিল। মন্ত্রী তাঁর আইনজীবীকে পাঠিয়ে এটুকুই বলতে চেয়েছিলেন যে, তাঁকে অন্য দিনে আসতে বলা হোক।’ ইতিমধ্যে বিদ্রোহী আপ বিধায়ক বিনোদকুমার বিন্নিও আজ পুলিশ কমিশনার বি এস বাস্সির সঙ্গে দেখা করে সোমনাথের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ইতিমধ্যে আজ একটি রিট পিটিশনের শুনানিতে কেজরিওয়ালের ধর্না নিয়ে দিল্লি পুলিশকে প্রবল ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আর এম লোঢা এবং বিচারপতি শিবকীর্তি সিংহের বেঞ্চ দিল্লির অতিরিক্ত সলিসিটর জেনারেল সিদ্ধার্থ লুথরার কাছে জানতে চায়, রেল ভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কী ভাবে মুখ্যমন্ত্রী ও তাঁর সমর্থকরা ধর্নায় বসতে পারলেন? “পুলিশ চোখ বুজে থেকে লোক জড়ো হতে দিয়েছে”, মন্তব্য করেছেন তাঁরা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে পুলিশের জবাব চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত।
কেজরিওয়ালের মাথাব্যথা আরও বাড়িয়েছে সরকারি কমর্চারীদের হুমকি। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নতুন বেতনক্রম, বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া ছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিতে আজ সরব হন দিল্লি সচিবালয়ের কর্মীরা। তাঁদের অভিযোগ, ক্ষমতায় আসার পর তাঁরা তিন বার কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের দাবি মানা না হলে অনির্দিষ্টকাল বিক্ষোভে বসার হুমকি দিয়েছে কর্মী সংগঠন। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই তাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে কেজরিওয়াল ভাবনা-চিন্তা করছেন বলে জানিয়েছেন আপ নেতৃত্ব।
একের পর এক ঘটনায় দলের ভাবমূর্তি যখন সঙ্কটে তখন আপ-এর দাবি, সারা দেশে তাদের সদস্য সংখ্যা ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আজ দিল্লি পুলিশকে ফের নিশানা করেছে কেজরিওয়ালের দল। আপ-এর তরফে আজ বারো দিনের পুরনো একটি ভিডিও সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়। পরে ফেসবুকেও আপলোড করে দেওয়া হয় সেটি। লালকেল্লার সামনে তোলা ওই ভিডিওয় দেখা যাচ্ছে, এক যুবককে বেধড়ক মারছে দুই পুলিশ। তার মানিব্যাগ কেড়ে নিয়ে টাকা বার করে নিতেও দেখা যাচ্ছে পুলিশদের। কিছু পরেই তাদের সঙ্গে যোগ দিচ্ছে আর এক খাকি উর্দি। আপ-এর কারও কারও দাবি, ওই যুবক পকেটমার। অভিযুক্ত পুলিশদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। একই সঙ্গে অবশ্য ওই ভিডিওটির সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ।

আপ আইটেম গার্ল: উদ্ধব
আম আদমি পার্টি (আপ) রাজনীতির আইটেম গার্ল- শুক্রবার দলীয় মুখপত্রে এমনটাই বললেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর সহযোগীদের কার্যকলাপে আম আদমির একটি বড় অংশের বিরক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। একদা আপের কট্টর সমর্থক ছিলেন লেখক চেতন ভগৎ। কিন্তু দিল্লিতে কেজরিওয়ালের সাম্প্রতিক ধর্নার পরে তিনিও কড়া সমালোচনা করেছেন আপের। আইটেম গার্লের তকমাও আসলে তাঁরই দেওয়া। আজ দলীয় মুখপত্রের একটি নিবন্ধে সেই বক্তব্যের রেশ ধরেই উদ্ধব জানিয়েছেন, রাজনীতিতে অনেক পাগল আর ক্লাউন আসেন। এখন অরবিন্দ কেজরিওয়াল নামে পাগলের নেতৃত্বে এক নতুন ঢেউ এসেছে। রাখি সবন্তের চেয়েও কুখ্যাত আইটেম গার্ল কেজরিওয়ালরা।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.