কেন্দ্রীয় প্রকল্প ‘রাজীব আবাস যোজনায়’ মহানগরীর বস্তিবাসীদের জন্য বহুতল আবাসন নির্মাণের কাজ হাতে নিল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, সাত নম্বর ওয়ার্ডের বাগবাজারের উদ্বোধন লেন ও তার লাগোয়া এলাকার প্রায় চার বিঘা জমিতে বস্তিবাসীদের জন্য পাঁচ তলা ভবনে ৩০০টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা হয়েছে। পুরসভার বস্তি উন্নয়ন দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, “রাজীব আবাস যোজনায়’ কলকাতার বস্তি পুনর্গঠনের কাজ এটিই প্রথম।” আবাসন নির্মাণের মোট ব্যয়ের ৫০% অর্থ দেবে কেন্দ্র। বাকি অর্ধেক খরচ বহন করবে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা।
সূত্রের খবর, এই প্রকল্পে ফ্ল্যাট পিছু খরচ ধরা হয়েছে ৫ লক্ষ টাকা। প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী ৩০০টি ফ্ল্যাটের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। কেন্দ্র দেবে সাড়ে ৭ কোটি এবং রাজ্য সরকার ও পুরসভা দেবে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা করে। আবাসন নির্মাণের সঙ্গে কমিউনিটি হল, পার্ক ছাড়াও প্রকল্প এলাকার রাস্তা, জল, আলো-সহ পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার দরুন গোটা প্রকল্পের খরচ বেড়ে হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় অর্থ বরাদ্দ মিলবে শুধু আবাসন নির্মাণে। প্রকল্পের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফে পরিকাঠামো উন্নয়নের খরচ বহনের কথা নেই। এই পরিস্থিতিতে কী ভাবে প্রকল্পটি রূপায়ণ করা যায়, তা নিয়ে পুরসভার সঙ্গে ভাবিত রাজ্য সরকারও। এ নিয়ে গত ১৫ জানুযারি নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বস্তি উন্নয়ন দফতরের মেয়র পারিষদ এবং তাঁর দফতরের আধিকারিকদের বৈঠক হয়েছে। স্বপনবাবু জানান, পরিকাঠামো উন্নয়নের জন্য যে অতিরিক্ত ব্যয় হবে তা রাজ্য ও পুরসভা যৌথ ভাবে বহন করবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত মিললেই দ্রুত কাজ শুরু হবে।
|