দু’টি দুর্ঘটনায় মৃত্যু ২ জনের
নিজস্ব সংবাদদাতা |
শহরে দু’টি পৃথক পথ-দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটে নাগাদ পার্ক সার্কাস এলাকার সৈয়দ আমির আলি অ্যাভিনিউ ও ঝাউতলা রোডের সংযোগস্থলে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ আইনুল হক (৬৫)। অন্য দিকে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ রেড রোড ও কার্ল মার্কস সরণির সংযোগস্থলে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ বসির (৪৫)।
|
রেড রোডে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করল ‘কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস পালন কমিটি’। এ উপলক্ষে নেতাজি মূর্তির পাদদেশে শিশুরা গান করে, ড্রিল, লাঠিখেলা দেখায়। ছিলেন কমিটির সভাপতি প্রাক্তন দমকল অধিকর্তা বিভাস গুহ, সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় প্রমুখ। উদ্যোক্তারা জানান, সুভাষচন্দ্রের আদর্শ যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই আয়োজন।
|
প্রয়াত হলেন চক্ষু চিকিৎসক সুনীলচন্দ্র বাগচী। সল্টলেকের ‘সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। শুক্রবার বিকেলে সল্টলেকে নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। তিনি ১৯৯৮ সালে সুশ্রুত প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর চোখ ও দেহ দান করে গিয়েছেন। তাঁর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা বর্তমান।
|
ফের সোনা ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, জুতোয় খাপ বানিয়ে তিনটি সোনার বার নিয়ে বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন ইমরান মহম্মদ। তাঁর বাড়ি কলকাতায়। ১৬৭ গ্রাম ওজনের ওই তিনটি সোনার বার উদ্ধার করে শুল্ক দফতর, যার বাজার দর প্রায় সাড়ে চার লক্ষ টাকা। |