টুকরো খবর
কংগ্রেসের স্মারকলিপি
জেলাশাসক সৌমিত্র মোহনের কাছে দলের কর্মী ও নেতাদের নিয়ে স্মারকলিপি দিলেন বর্ধমান জেলা কংগ্রেস গ্রামীণের সভাপতি আভাস ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কাটোয়ার কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে আক্রমণের হুমকি দেওয়া হলেও, অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিধি দলে থাকা জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায় বলেন, “ওই হুমকি সম্পর্কে রবীন্দ্রনাথবাবু কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাই আমরা আজ জানিয়েছি, দরকার হলে পথে নেমে আন্দোলন শুরু করব।” জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “আমি কংগ্রেসের স্মারকলিপি হাতে পেয়েছি। পুলিশকে ঘটনাটির তদন্ত শুরু করতে বলেছি।” এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আমরা ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছি। পুলিশকে বলেছি অনুব্রত মণ্ডলের বক্তৃতার সিডি জোগাড় করতে।”

ধরা পড়ল চোর
একটি বাড়িতে চুরির অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবু বাউড়ি ও মহেন্দ্র ভুঁইয়া। পুলিশ জানিয়েছে, গত ১৫ জানুয়ারি পলাশডিহায় একটি বাড়ি থেকে প্রায় দুই লক্ষ টাকার সম্পত্তি চুরি হয়েছিল। সেই ঘটনাতেই ওই দুই ব্যক্তিকে ধরা হয়েছে। ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

শ্লীলতাহানির অভিযোগ
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কোক ওভেন থানার ডিপিএল কলোনিতে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌরীশংকর সাউ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ওই নাবালিকার প্রতিবেশী। সে পেয়ারার লোভ ওই নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরে নাবালিকার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

অন্ডালে খনিতে বিক্ষোভ
খনিগর্ভে জল ঢুকে যাওয়ার আশঙ্কায় সারা দিন কাজ বন্ধ রেখে সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডালের মিলেনিয়াম খনিতে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ খনিগর্ভে আর সেভেন কয়লা স্তর থেকে আর সেভেন এ কয়লা স্তর পর্যন্ত কয়লা কাটতে গেলে দু’টির মাঝে জমে থাকা জলের প্রায় সীমানায় পৌঁছে যায়। এতে আতঙ্কিত হয়ে খনিকর্মীরা উপরে উঠে চলে আসেন। কেকেএসসি নেতা নরেন চক্রবর্তী জানান, কোনও ভাবে ওই জমে থাকা জলের ব্যারিকেড ভেঙে গেলে বিরাট বিপদ হতে পারত। ইসিএলের তরফে জানানো হয়েছে, আতঙ্কের কিছু নেই। সুরক্ষা বিভাগ এ দিন খনিতে নেমে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।

জাল নোট-সহ ধৃত
তিন লক্ষ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে ধরেছে আসানসোল রেল পুলিশ। ধৃতের নাম ফুলকুমার ঘোষ। তিনি মালদহের বাসিন্দা। যাচ্ছিলেন রাঁচিতে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আপ বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনের একটি অসংরক্ষিত কামরা থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আসানসোলে চুরি
বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে কন্যাপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজাদ খান। চুরির ঘটনাটি ঘটেছে আসানসোলের কন্যাপুর এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি সাব-স্টেশনে। শুক্রবার ধৃত আজাদ খানকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হাজতের নির্দেশ দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.