বুধবার খেতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয়। তারপর থেকেই খোঁজ নেই দুর্গাপুরের এক যুবকের। পুলিশ জানিয়েছে, নিঁখোজ যুবকের নাম বিশ্বনাথ মণ্ডল। তাঁর বাড়ি কোক ওভেন থানার সিনেমা রোড এলাকায়। বৃহস্পতিবার নিখোঁজ যুবকের মা সহেলিরানি মণ্ডল এই বিষয়ে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছেন। শুক্রবার সকালে এলাকার কয়েক জন বাসিন্দা দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে এসে এই তদন্তের দ্রুত সমাধান দাবি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বিশ্বনাথবাবু স্থানীয় সিনেমা রোড এলাকায় একটি মুদিখানা দোকান চালান। পাড়ায় তিনি ধরমধার নামে পরিচিত। বুধবার দুপুর ১ টা নাগাদ তিনি দোকান বন্ধ করে তিন বন্ধুর সঙ্গে বেরিয়ে যান। পুলিশের কাছে দায়ের করা নিখোঁজ ডায়েরিতে বিশ্বনাথবাবুর মা সহেলিদেবী জানিয়েছেন, তিন বন্ধুর সঙ্গে সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন বিশ্বনাথ। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই। আত্মীয়দের বাড়িতেও কোনও খবর মেলেনি।
যে তিন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন তাঁদের অন্যতম বিক্রম জায়সবাল জানান, বুধবার তিনি, বিশ্বনাথবাবু, ও বিজয়ী কেশরি, অভীক বনশল নামে দুই যুবক রেস্তোরাঁয় ঢুকে চিকেন তন্দুরি ও ঠান্ডা পানীয়ের অর্ডার দিয়েছিলেন। এরপরে বিশ্বনাথবাবুর মোবাইলে একটি ফোন এলে তিনি ফোন ধরতে বাইরে বেরিয়ে যান। তারপরে আর ফিরে আসেননি। বিক্রমবাবুর দাবি রেস্তোরাঁয় খাবার দেওয়ার পরে বিশ্বনাথবাবুকে ফোন করা হলে জানান যে তিনি একটি শপিং মলের সামনে আছেন এবং রেস্তোরাঁয় আসতে পারবেন না। তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ। বিক্রমবাবু আরও জানান, বিশ্বনাথবাবুর সঙ্গে তাঁর আট মাসের পরিচয়। তাঁরা একটি নেটওযার্কিং ব্যবসার বিষয়ে আলোচনা করছিলেন। প্রাথমিক ভাবে বিশ্বনাথবাবু এই ব্যবসায় রাজি ছিলেন না।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন্ধ মোবাইল ফোনটি কোথায় ও কার কাছে আছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। ওই রেস্তোরাঁ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে। |