দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ‘মিষ্টার বর্ধমান’ হয়েছেন সঞ্জয় মাঝি। আসানসোলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই বিভাগের রানার্স বিবেক পান্ডে। দু’জনেই আসানসোল বুবাইজ ফিটনেস ওয়ার্ল্ড সংস্থার হয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। দেহসৌষ্ঠবে ৫৫ কিলোগ্রাম বিভাগে প্রথম হয়েছেন অনিল থাফা, ৬০ কেজি বিভাগে মহম্মদ সাব্বির, ৭০ কেজিতে সঞ্জয় মাঝি ও ৭০ উর্ধ্ব বিভাগে বিবেক পাত্র। উইমেন্স ফিটনেসে পাঁচ ফুট বিভাগে প্রথম হয়েছেন সর্বশ্রী মণ্ডল, পাঁচফুট উর্ধ্ব বিভাগে প্রথম হয়েছেন জয়িতা সেন।
|
জয়ী দুর্গাপুর সিসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অশোক সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবার প্রথম খেলায় জয়ী হয় দুর্গাপুর সিসি। তারা রানিগঞ্জ রেল মাঠে মহিশীলা আসানসোলকে ১০৯ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ৮ উইকেটে ১৪৭ রান করে। জবাবে মহিশীলা মাত্র ৩৮ রানে গুটিয়ে যায়। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় অশোক সঙ্ঘ (জুনিয়র)। তারা দুর্গাপুর সিএকে ৫৩ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে দুর্গাপুরের ইনিংস ১০৪ রানে শেষ হয়ে যায়।
|
হারল রাধানগর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া গেমস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয় সেল আইএসপি। শুক্রবার তারা উখড়া মাঠে রাধানগর রোড এসিকে ৩৬ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে আইএসপি ১৮৮ রান করে। জবাবে ১৫২ রানের বেশি তুলতে পারেনি রাধানগর। এ দিনের খেলার সেরা জয়ী দলের সুরজিৎ দাস।
|
দুর্গাপুরে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এমএএমসির বন্ধুবর্গ ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা হল বৃহস্পতিবার। দুর্গাপুরের বিধাননগরে এমএএমসির ক্লাবের মাঠে এই খেলা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন প্রতিযোগী যোগ দেন। আয়োজকদের পক্ষে শ্যামল সরকার জানান, আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার সেরাদের পুরস্কৃত করা হবে।
|
জয়ী হরিপাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ খোখো প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়। বর্ধমানের মোহনবাগান মাঠে আয়োজিত ফাইনালে তারা হাটগোবিন্দপুরের বি এন দত্ত মহাবিদ্যালয়কে ৮-৭ পয়েন্টে হারিয়েছে। ১২টি কলেজ এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। |