টুকরো খবর
বিশ্বকাপে নেই ফালকাও

২৩ জানুয়ারি
একে একে বাড়ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে তারকা ফুটবলারদের ছিটকে যাওয়ার তালিকা। যার শুরুটা হয়েছিল থিও ওয়ালকটকে দিয়ে। এ বার সেই ব্র্যাকেটে ঢুকে পড়লেন কলম্বিয়ার রাদামেল ফালকাও।
বুধবার ফ্রেঞ্চ কাপে চাসেলের বিরুদ্ধে মোনাকো ৩-০ জিতলেও দিনটা ভাল গেল না ফালকাওয়ের। ম্যাচের শুরুতে ফালকাওয়ের গোলেই এগিয়ে গিয়েছিল মোনাকো। কিন্তু প্রথমার্ধের একদম অন্তিম লগ্নে চাসেলে ডিফেন্ডার সোনের এত্রেকের কড়া ট্যাকলে বাঁ হাঁটুতে মারাত্মক চোট পান ফালকাও। মাঠেই ছটফট করতে থাকেন তিনি। জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে বাঁ হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে বড়সড় চোট পেয়েছেন কলম্বিয়ান ফুটবলারটি। কবে তিনি মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কে চিকিৎসকরা কিছু না জানালেও ফুটবল মহলের একটা বড় অংশের অনুমান, পুরো ফিট হয়ে ফালকাওয়ের মাঠে ফিরতে বিশ্বকাপ পেরিয়ে যাবে। তাঁর চোটের প্রকৃতি জানার পর গ্যারি লিনেকারের মতো প্রাক্তন ফুটবলারদের অনেকেরই অভিমত, বিশ্বকাপে অনিশ্চিত এই ফুটবলার। ফালকাও না থাকলে বিশ্বকাপে কলম্বিয়া কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে বলে অনুমান তাঁদের। প্রাক্-বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে ৯ গোল করেছিলেন রাদামেল ফালকাও।

৪০০ ক্লাবে লিও মেসি

২৩ জানুয়ারি
‘৪০০টা কারণ মেসিকে ভালবাসার জন্য’। বুধবার রাতে প্রায় প্রতিটা স্প্যানিশ দৈনিকের ছিল একটাই শিরোনাম। বার্সেলোনার হয়ে নিজের ৪০০-তম ম্যাচ খেললেন ক্লাবের মহাতারকা লিওনেল মেসি। যে ম্যাচে ক্রিশ্চিয়ান টেলো হ্যাটট্রিক করলেন। ‘হ্যাটট্রিক’ করলেন মেসিও। টেলোকে তিনটে গোলের পাস বাড়িয়ে। এ দিন টেলোর হ্যাটট্রিকের সৌজন্যে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে লেভান্তেকে ৪-১ হারাল বার্সেলোনা। নিজে গোল না করতে পারলেও, টেলোর প্রতিটা গোলই সাজিয়ে দিলেন বার্সেলোনার ‘পোস্টার বয়।’

মেসির আলিঙ্গনে হ্যাটট্রিকের নায়ক। ছবি: এএফপি।
ম্যাচ শেষে মেসির প্রশংসায় টেলো বলেন, “সত্যি কথা বলতে মেসি যে সব পাস দিয়েছে, তারপর আমার কাজ ছিল একটাই। বলটা জালে ঢোকানো। মেসির মতো ফুটবলার দলে থাকলে আর কোনও চিন্তা হয় না।” টেলোর সঙ্গে একমত বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। বলেন, “মেসি আজ যে রকম খেলল তাতে বিপক্ষের রক্ষণ এমনিতেই বিপর্যস্ত হয়ে গিয়েছে।”

দেহ সৌষ্ঠবে সেরা সুশ্যাম
রাজ্য বডি বিল্ডিং প্রতিযোগিতায় দু’টি পুরস্কার পেলেন খড়্গপুর শহরের খরিদার বাসিন্দা সুশ্যাম নায়েক। সম্প্রতি জাঙ্গিপাড়া শ্রীশ ব্যায়াম মন্দিরের উদ্যোগে ৫৩তম বডি বিল্ডিং রাজ্য চ্যাম্পিয়ানশিপ (সিনিয়ার)-এর আসর বসেছিল হুগলির জাঙ্গিপুরে। সুশ্যাম ৮৫ কেজিরও বেশি ওজন তুলে প্রথম স্থান পেয়েছেন। ‘বেস্ট পোজার’-এর পুরস্কারটিও তাঁর দখলে আসে। সুশ্যামের বাবা লক্ষ্মী নায়েক দেহ সৌষ্ঠবে একাধিক পুরস্কার পেয়েছেন। এশিয়ান বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৩ বার রানার্স, ৮ বার মিস্টার ইন্ডিয়া, রেলের সর্বভারতীয় প্রতিযোগিতাতেও ১৩ বারের বিজয়ী লক্ষ্মীবাবু। বাবাই সুশ্যামের অনুপ্রেরণা। সুশ্যামের কথায়, “আরও অনেক দূর এগোতে চায়।”

ওয়ার্নের গুরুকুল
উপমহাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে স্পিন-অস্ত্রে শান দিয়ে নিতে শেন ওয়ার্নকে গুরুর ভূমিকায় আনল অস্ট্রেলিয়া। চুয়াল্লিশ বছরের তারকা স্পিনারকে এ দিনই অস্ট্রেলিয়া দলের স্পিন কোচ করা হয়েছে। নিজের প্রাক্তন সতীর্থ ও বর্তমান অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে উপদেষ্টা এবং বিশেষজ্ঞ কোচ হিসাবে যোগ দিচ্ছেন ওয়ার্ন। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ৯ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নতুন দায়িত্ব নিয়ে ওয়ার্ন বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় আমাদের স্পিনারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আশা করি আমার সাহায্য ওদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাফল্য দেবে। আলাদা করে রণকৌশল আর মানসিকতা নিয়ে কাজ করব প্রত্যেকের সঙ্গে।”

টিটি-র নির্বাচনে
ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচন জিতল প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং তাঁর জামাই দেবীপ্রসাদ বসু-র প্যানেল। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র আগেই নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রেসিডেন্ট পদে সোমনাথবাবু মনোনীত হয়েছিলেন। বৃহস্পতিবার সচিব পদে জিতলেন তাঁর জামাই দেবীপ্রসাদবাবু। কোষাধ্যক্ষ হলেন শর্মি সেনগুপ্ত। বিরোধী গোষ্ঠীর হেমেন ভট্টাচার্য সচিব পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। আর কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে তাঁরা আসতেই পারেননি। স্বভাবতই সচিব এবং কোষাধ্যক্ষ পদেও কোনও ভোট হয়নি। বীরভূমের প্রতিনিধি ভোট না দিতে পারায় সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল।

সাইনা-সিন্ধু শেষ আটে
সৈয়দ মোদী আন্তর্জাতিকের শেষ আটে উঠলেন ভারতের দুই তারকা সাইনা নেহওয়াল এবং পুসারলা বেঙ্কট সিন্ধু। নতুন মরসুমে নিজের প্রথম খেতাব জয়ের একটা ক্ষীণ আশা জাগিয়ে এখানে শীর্ষ বাছাই সাইনা এ দিন মাত্র ২৮ মিনিটে ২১-৫, ২১-১০ চুরমার করলেন রাশিয়ার নাতালিয়া পেরমিনোভাকে। শেষ আটে এ বার সাইনার সামনে ইন্দোনেশিয়ার বালাত্রিক্স মানুপুট্টি। অন্য দিকে, দ্বিতীয় বাছাই সিন্ধু ২১-১৯, ২১-৫ হারালেন সুইৎজারল্যান্ডের সাব্রিনা জ্যাকে-কে। শেষ আটে গিয়েছেন ভারতের অরুন্ধতী পাটওয়ানেও। মেয়েদের বিভাগে এই সাফল্যের পাশে কিন্তু পুরুষদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন পারুপল্লি কাশ্যপ-সহ বাছাই তালিকায় থাকা প্রথম চার ভারতীয়ই ছিটকে গেলেন।

জয়ী দেবীপ্রসাদ বসুর প্যানেল
ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচন জিতল প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং তাঁর জামাই দেবীপ্রসাদ বসু-র প্যানেল। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র আগেই নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রেসিডেন্ট পদে সোমনাথবাবু মনোনীত হয়েছিলেন। বৃহস্পতিবার সচিব পদে জিতলেন তাঁর জামাই দেবীপ্রসাদবাবু। কোষাধ্যক্ষ হলেন শর্মি সেনগুপ্ত। বিরোধী গোষ্ঠীর হেমেন ভট্টাচার্য সচিব পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। আর কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে তাঁরা আসতেই পারেননি। স্বভাবতই সচিব এবং কোষাধ্যক্ষ পদেও কোনও ভোট হয়নি। বীরভূমের প্রতিনিধি ভোট না দিতে পারায় সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল।

নতুন ভূমিকায় বাঙ্গার
আইপিএলের সপ্তম সংস্করণে কিংস ইলেভেন পঞ্জাবের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় বাঙ্গারকে। ভারতের প্রাক্তন অল রাউন্ডার নতুন দায়িত্ব পেয়ে জানিয়েছেন, কাজটাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন এবং কিংস ইলেভেন সমর্থকদের মুখে এ বছর হাসি ফোটাতে চান। গত দুই আইপিএলে নিজেদের পঞ্চাশ শতাংশ ম্যাচ হেরেছে প্রীতি জিন্টার দল। তবে বাঙ্গার আসায় পারফরম্যান্সের ধার বাড়বে বলেই মনে করছে এই ফ্রাঞ্চাইজি। “প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং কোচ হিসাবে সঞ্জয়ের রেকর্ড দারুণ। অন্য ফ্রাঞ্চাইজির সঙ্গে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এবং ভারত ‘এ’ দলের সঙ্গে ওঁর কাজের অভিজ্ঞতা আমাদের দারুণ সাহায্য করবে।”

হকিতে দেড় হাজার কোটি
ভারতীয় হকির উন্নতির জন্য দেড় হাজার কোটি বা তার বেশি টাকা লগ্নির সিদ্ধান্ত নিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আগামী আট বছরে এই টাকা ঢালা হবে। স্টার গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ভারতে ক্রিকেটের পাশাপাশি অন্য খেলার জনপ্রিয়তা বাড়ানোই লক্ষ্য। বিশেষ করে হকিতে উন্নতির দারুণ সুযোগ দেখছে গোষ্ঠী। ২০১৮-য় ভারতে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। তার আগে স্থানীয় লিগকে আরও আকর্ষণীয় করতে চায় গোষ্ঠী।

ব্রাজিল বিশ্বকাপের ‘থিম সং’
শাকিরার টক্কর জেনিফার লোপেজে। ‘ওয়াকা ওয়াকা’র পর এ বার ‘উই আর ওয়ান’। ব্রাজিল বিশ্বকাপের এটাই সরকারি ‘থিম সং’। পপ দুনিয়া কাঁপানো তারকা পিট বুল-এর সঙ্গে যে গানে গলা মেলাচ্ছেন জেনিফার লোপেজ এবং ব্রাজিলের অন্যতম জনপ্রিয় গায়িকা ক্লদিয়া লেইতে। বৃহস্পতিবার ফিফার তরফে এই ঘোষণার পরেই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ক্লদিয়ার সঙ্গে নিজের ছবি টুইট করেন পিট বুল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.