ফেডেরারের উইনারও আজ হারতে পারে নাদালের রিটার্নে

ফর্ম: দু’জনেই খুব ভাল জায়গায়।
নাদাল দোহায় চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলীয় ওপেনে এসেছে। এখন পর্যন্ত মেলবোর্নেও মাত্র একটা সেট হেরেছে।
ফেডেরার আবার পরপর দু’টো দারুণ কঠিন ম্যাচ নিখুঁত খেলে জিতে এই লড়াইয়ে নামছে।

কন্ডিশন ও ফিটনেস: দু’জনকে নিয়ে দু’রকম আশঙ্কা। তবে সব মিলিয়ে নাদাল এগিয়ে।
নাদাল সার্ভিস-হাতের তালুর মারাত্মক ফোস্কা থেকে কতটা সেরে উঠতে পারবে সেটা যেমন চিন্তা, তেমনই ফেডেরার পরপর দু’টো ম্যারাথন ম্যাচ খেলে এক দিনের বিশ্রামে কতটা ‘রিকভার’ করে তরতাজা থাকবে সেটাও দেখার।
বত্রিশের ফেডেরার এখন যা খেলছে, মনে হচ্ছে চব্বিশের যুবক। তবু বয়সের থাবা ওর শরীরে পড়েছেই। টানা তিনটে কঠিন ম্যাচের প্রচণ্ড ধকল ওর শরীর শেষ পর্যন্ত শুক্রবার না-ও সামাল দিতে পারে।
নাদাল তুলনায় অনেক বেশি পেশিবহুল। যুদ্ধের ঘোড়ার মতো দম আর শক্তি। ম্যাচ যত বেশি গড়াবে ততই ওর সুবিধে। চতুর্থ-পঞ্চম সেট হলে ফেডেরারকে ক্লান্ত দেখাবে।

মানসিকতা: ফেডেরারের উপর কোনও চাপ নেই। কারণ, ওর কিছু হারানোর নেই। ফলে অনেক বেশি অ্যাটাকিং আর পজিটিভ থাকবে।
নাদালের অবস্থা বছর দুয়েক আগের এই ম্যাচে ফেডেরারের মতো। জিতলে স্বাভাবিক ঘটনা। হারলে প্রশ্ন উঠবে। ফলে চাপ বেশি। পাশপাশি আত্মবিশ্বাসীও থাকবে, এই যুদ্ধে বেশির ভাগ বড় মঞ্চে ও-ই জেতায়।
রাফা-রজার মহাযুদ্ধ
• মোট সাক্ষাৎ ৩২
নাদাল এগিয়ে ২২-১০
• গ্র্যান্ড স্ল্যামে ১০
নাদাল এগিয়ে ৮-২
• হার্ডকোর্টে ১৪
নাদাল এগিয়ে ৮-৬
• গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে ২
নাদাল এগিয়ে ২-০
(’০৫ ফরাসি ওপেন ও ’১২ অস্ট্রেলীয় ওপেন)
• অস্ট্রেলীয় ওপেনে ২
নাদাল এগিয়ে ২-০
(’০৯ ফাইনাল ও ’১২ সেমিফাইনাল)
ফেডেরার নাদাল
৩২ বাসেল
১৭
৬ ফুট ১ ইঞ্চি
৮৫ কেজি
ডানহাতি,
ওয়ান হ্যান্ডেড ব্যাকহ্যান্ড
২৭ মায়োরকা
১৩
৬ ফুট ১ ইঞ্চি
৮৫ কেজি
বাঁ-হাতি,
ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড
শক্তি: বাঁ-হাতি নাদালের ফোরহ্যান্ড টপস্পিন। যেটা ডানহাতি ফেডেরারের ব্যাকহ্যান্ডে বাড়তি উচ্চতায় সব সময় যায়। নাদালের বেসলাইন থেকে অতুলনীয় ডিফেন্স করার ক্ষমতা।
ফেডেরারের নানা ধরনের মারণ ফোরহ্যান্ড। নেটের সামনে অ্যাটাকিং খেলার ক্ষমতা।

দুর্বলতা: ফেডেরারের ওয়ান হ্যান্ডেড ব্যাকহ্যান্ড রিটার্ন। বিশেষ করে প্রতিপক্ষের অ্যাটাকিং শটের সামনে বেশি আনফোর্সড এরর হয়।
নাদাল ম্যাচে হঠাৎ-হঠাৎ সার্ভিসের ধারাবাহিকতা হারিয়ে বসে। ডাবল ফল্টের সম্ভাবনা বাড়ে।

এক্স ফ্যাক্টর: নাদাল গ্রেট রিট্রিভার। অন্যের ক্ষেত্রে যেটা উইনার শট, নাদাল সেটাও কোর্টের দুরূহ জায়গা থেকে রিটার্ন মেরে দিতে পারে।
ফেডেরারের কমপ্লিট গেম। টেনিস খেলাটার সমস্ত ধরনের শটই ওর হাতে বিশ্বমানের।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.