টুকরো খবর
রাস্তার ধারে মহিলার দেহ
রাস্তার ধার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণ থানার পলশা গ্রাম পঞ্চায়েতের শ্যামচক থেকে লক্ষ্মী টুডু (৩৮) নামে স্থানীয় ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে আদিবাসী সম্প্রদায়ের ওই মহিলার স্বামী মারা যান। এর পর তিনি এক মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেও কর্মসূত্রে বাইরে থাকে। ফলে, লক্ষ্মীদেবী একাই থাকতেন। এ দিন সকাল থেকে শ্যামচক পাকা রাস্তার ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হয়। গ্রামীণ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃতার শরীরে আঘাতের চিহ্ন নেই। কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

দাঁতনে পঞ্চায়েতি রাজ নিয়ে আলোচনা সভা
জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপস্থিতিতে দাঁতনের শরশঙ্কা দিঘির পরিবেশ, গ্রামের আর্থ-সামাজিক পরিস্থিতি ও পঞ্চায়েতিরাজ নিয়ে আলোচনা সভা হল দাঁতন বিডিও অফিসের সভাগৃহে। বৃহস্পতিবার ওই আলোচনা সভায় যোগ দেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জার্মানির হ্যানোভার লিবনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিলভিয়া হারমন, দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র, বিডিও জ্যোতি ঘোষ, কলেজের প্রাক্তনী বিভাগের সভাপতি বিক্রম প্রধান প্রমুখ। সোমবার থেকে অধ্যাপক সিলভিয়া হারমন ও রুরাল ম্যানেজমেন্টের ১১ জন পড়ুয়া দাঁতনের শরশঙ্কা এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে সমীক্ষার কাজে এসেছেন। তাঁদের সহযোগিতা করছে খড়্গপুর আইআইটি ও দাঁতন ভট্টর কলেজের রুরাল ম্যানেজমেন্ট বিভাগ। দাঁতনের বিডিও জ্যোতি ঘোষ বলেন, “এটা ভাল উদ্যোগ। এর মাধ্যমে জ্ঞান আদানপ্রদান সম্ভব হবে।” আগামী ২৭ জানুয়ারি ওই জার্মান পড়ুয়ারা সমীক্ষার একটি রিপোর্ট বিডিও ও স্থানীয় প্রতিনিধিদের দেবেন বলে জানা গিয়েছে।

নিখোঁজ কিশোর উদ্ধার
স্টেশনে ঘুরে যাত্রীদের থেকে খাবার চাইছিল বছর বারোর এক কিশোর। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে মহম্মদ শাহিদ নামে ওই বালককে উদ্ধার করা হয়। তার বাড়ি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার গুজরাবাদ গ্রামে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহিদের পরনের পোশাক দেখে সম্ভ্রান্ত বাড়ির বলে মনে হচ্ছিল। সন্দেহ হলে রেল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। শাহিদ জানায়, দু’জন অপরিচিত যুবকের সঙ্গে দিন পাঁচেক আগে আলাপ হয়েছিল তার। ওই দু’জন দিল্লি ঘুরতে নিয়ে যাবে বলায় শাহিদ রাজি হয়ে যায়। তাদের সঙ্গে দিল্লি রওনাও দেয় ওই কিশোর। কিন্তু মাঝপথে ভুল বুঝতে পেরে সে বাড়ির ফেরার ট্রেন ধরে। ভুলক্রমে পৌঁছে যায় খড়্গপুরে। কিশোরের কথার সত্যতা যাচাই করে দেখছে রেল পুলিশ। ওই বালকের অন্ধ্রপ্রদেশের বাড়িতে যোগাযোগ করা হয়েছে। আপাতত শাহিদকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুরু শিশু বিকাশ মেলা
নেতাজী শিশু বিকাশ মেলা শুরু হল মেদিনীপুর সদর ব্লকের মুন্সীপাটনা প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে। এ বার ১৮ তম বর্ষ। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন হয়। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মুন্সীপাটনা গ্রামবাসীবৃন্দের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ, গান, নৃত্য, চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী প্রভৃতির আয়োজন রয়েছে মেলায়। প্রথম দিন থেকেই ভীড় জমতে শুরু করেছে। নেতাজী শিশু বিকাশ মেলা কমিটির সম্পাদক সনাতন মুর্মু এবং সভাপতি সুকুমার দে’র আশা, সকলের হার্দিক সহায়তায় এ বারও এই মেলা সর্বাঙ্গীন সুন্দর হবে।

কোথাও কী

শিলান্যাস:
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক গোদাপিয়াশাল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের
শিলান্যাস। সঙ্গে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

ক্রিকেট: বজরং ব্যায়ামাগারের উদ্যোগে দিনরাতের ক্রিকেট। মেদিনীপুর শহরের কলেজ মাঠে।
বিকেলে উদ্বোধন অনুষ্ঠান। চলবে আগামী রবিবার পর্যন্ত।

আইনি শিবির: খড়্গপুরের ইন্দার তেতুঁলডাঙা গঙ্গা নারায়ণ স্পোর্টিং ক্লাবে আইনি
সচেতনতা শিবির সকাল ১১ টায়। থাকবেন জেলা দায়রা বিচারক রাই চক্রবর্তী।

শোভাযাত্রা: রেলশহরের ঝাপেটাপুর হনুমান মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য
শোভাযাত্রা বেলা ২ টোয়। শোভাযাত্রাটি ঝাপেটাপুর এলাকা পরিভ্রমণ করবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.