পিজি-র সামনেই দুর্ঘটনা, মৃত নার্স
নিজস্ব সংবাদদাতা |
রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের সামনে। মৃতার নাম সন্ধ্যা মাইতি (৪৪)। তিনি পেশায় এসএসকেএম হাসপাতালেরই নার্স। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের ডিউটি সেরে এ দিন দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে কোয়ার্টার্সের দিকে যাচ্ছিলেন সন্ধ্যাদেবী। সেই সময়ে হাওড়া থেকে কালীতলা রুটের একটি বাস ওই পথে যাওয়ার সময়ে তাঁকে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়ে যান ওই মহিলা। বাসের পিছনের চাকা সন্ধ্যাদেবীর মাথার উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে যান এলাকার বাসিন্দারা। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই রুটের দু’টি বাস রেষারেষি করতে গিয়েই ধাক্কা মারে ওই মহিলাকে। ঘাতক বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। অন্য দিকে, এ দিনই মোবাইল কানে রেলগেট পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। তিনি সল্টলেকের বাসিন্দা। মৃতের নাম রবীন চৌধুরী (৫৫)। বৃহস্পতিবার সকালে খড়্গপুরের খরিদায় বন্ধ রেলগেট পার হওয়ার সময়ে হাওড়াগামী পুরুলিয়া এক্সপ্রেস তাঁকে ধাক্কা মারে। পেশায় বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী রবীনবাবু কর্মসূত্রে খড়্গপুরে থাকতেন। রেলপুলিশ সূত্রে জানানো হয়েছে, কানে মোবাইল ফোন ধরা থাকায় তিনি ট্রেনের আওয়াজ শুনতে পাননি। পর পর এ ধরনের দুর্ঘটনা ঘটলেও সচেতনতা যে বাড়েনি, এই ঘটনাই ফের তা প্রমাণ করল।
|
‘যৌন হেনস্থা’, গ্রেফতার যুবক |
গরফা থানা এলাকায় এক কিশোরীর উপরে যৌন হেনস্থা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালের ঘটনা। ধৃতের নাম গৌরীশঙ্কর প্রসাদ। পেশায় শ্রমিক ঠিকাদার। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই পঞ্চম শ্রেণির ছাত্রী গরফা থানা এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সকালে ওই কিশোরী বাড়িতে একাই ছিল। তখন ওই যুবক জোর করে তাকে নিজের ছাউনিতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা চালায়। সেই দিনই গরফা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় কিশোরীর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বাইপাস সংলগ্ন মন্দিরপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালত অভিযুক্তকে ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।
|
রেড রোডে গাড়ির ধাক্কায় মৃত্যু |
রেড রোডে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ওই যুবক বৃহস্পতিবার রাতে রেড রোড ধরে হাঁটছিলেন। তখনই একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে পুলিশ ধরতে পারেনি।
|
টালিগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে বৃহস্পতিবার রাতে একটি মিষ্টির দোকানে আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
|
বাঘা যতীনে প্রতারণার অভিযোগে দুই মহিলাকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জলি বসু ও অনিন্দিতা ঘোষ নামে ওই দুই মহিলা একটি চ্যানেলের হয়ে কাজ করানোর প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে ১৪ লক্ষ টাকা নেন। কিন্তু কাজ না-মেলায় ওই মহিলা থানায় অভিযোগ করেন। |