টুকরো খবর
শিল্পোদ্যোগীদের আন্তর্জাতিক সভা কলকাতায় ৩১শে
সি আই আই-এর জাতীয় স্তরের বৈঠকের পর এ বার শিল্পোদ্যোগীদের আন্তর্জাতিক সম্মেলনের গন্তব্য কলকাতা। শুধু পরিচিতি ও ব্যবসা বাড়ানোর সুযোগ নয়, সম্মেলনের মঞ্চ থেকে মিলবে শিল্প শুরু করার পুঁজিও। ৩১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে টাইকন ২০১৪। শিল্পোদ্যোগীদের সঙ্গে টাইকনের মঞ্চে থাকবেন ভেঞ্চার ক্যাপিটাল বা উদ্যোগ পুঁজি সংস্থার প্রতিনিধি। সদ্য ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে আগ্রহীদের থেকে পরিকল্পনা শুনবেন তাঁরা। সম্ভাবনা থাকলে তখনই পুঁজির প্রতিশ্রুতি দেবেন। টাই কলকাতার প্রেসিডেন্ট বিক্রম দাশগুপ্তের দাবি, রাজ্যের নয়া প্রজন্মকে সুযোগ দিতেই টাইকনের মঞ্চ শহরে আনার সিদ্ধান্ত। তাঁর দাবি, আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনে যোগ দিতে রাজ্যের জেলা শহরগুলির থেকে বিপুল সাড়া মিলেছে। সম্মেলনের আয়োজক ১৭টি দেশে ছড়িয়ে থাকা দি ইন্ডাস অন্ত্রেপ্রেনর্স বা টাই। নতুন প্রজন্মের শিল্পোদ্যোগী তৈরি তাদের প্রধান লক্ষ্য। সম্মেলনে যোগ দিতে আসছেন অ্যাক্টিওজেন-এর সি ই ও ছন্দা জাভেরি, মেক মাই ট্রিপ-এর দীপ কালরা প্রমুখ। আর সেই লক্ষ্য পূরণেই টাইকনের মতো মঞ্চে নিজস্ব অভিজ্ঞতার কথা শোনাবেন জাভেরি ও কালরা।

এ বার বিমান ভাড়া কমাল জেট কানেক্ট

২৩ জানুয়ারি
এ বার ভাড়া কমিয়ে যাত্রী টানার দৌড়ে নামল জেট এয়ারওয়েজও। সংস্থা জানিয়েছে, সীমিত সময়ের জন্য তাদের শাখা জেট কানেক্ট-এর টিকিটের দাম কমাচ্ছে তারা। শুক্রবার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই সময়ে টিকিট কাটলে ১৫ এপ্রিল পর্যন্ত যাতায়াত করা যাবে বলে দাবি জেট এয়ারের। এর আগেই ভাড়া কমানোর কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, গো এয়ারের মতো সংস্থা। এ দিকে, মার্চ-এপ্রিল মাসের মধ্যে ভারতে উড়ান চালুর ব্যাপারে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে আশা প্রকাশ করে এয়ার এশিয়া ইন্ডিয়া। সংস্থার প্রধান টনি ফার্নান্ডেজ জানান, তাঁরা উড়ান চালু করতে তৈরি। সব চেয়ে সস্তায় টিকিট বিক্রি করা হবে বলেও দাবি তাঁর। আপাতত কেন্দ্রের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় সস্তার বিমান পরিষেবা সংস্থাটি।

শুরু হস্তশিল্প মেলা
কুটির শিল্পীদের উৎপাদিত সামগ্রী বিক্রি বা বিপনণের ব্যবস্থাই শুধু নয়, দৈনিক ৭৫ টাকা করে খাবার খরচও দিচ্ছে রাজ্য সরকার। এমনকী মেলায় মালপত্র আনতে ভাড়াও দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বর্ধমানের উৎসব ময়দানে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনে এসে এমনটাই জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “আমরা ক্ষমতায় আসার পরে জেলার ৩১,৩৬৯ জন হস্তশিল্পীকে সরকারি পরিচয়পত্র দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, গতবারের মত এ বারও ৬০০ শিল্পী যোগ দিয়েছেন। ২৪টি স্টল রয়েছে। মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ত্রৈমাসিক ফলাফল
এইচডিএফসি— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে গৃহঋণ সংস্থা এইচডিএফসি-র নিট মুনাফা বেড়েছে ১৩.৪২%। হয়েছে ১,৯৩৪.৮৫ কোটি টাকা। সুদ বাবদ আয়ও ১৭% বেড়ে দাঁড়িয়েছে ১,৯০৫ কোটি। আর সব মিলিয়ে আয় ৮,৮৭৩.২৫ কোটি থেকে বেড়ে হয়েছে ১০,০৫২.৯৮ কোটি টাকা।
ইন্ডিয়ান ব্যাঙ্ক— তৃতীয় ত্রৈমাসিকে ইন্ডিয়ান ব্যাঙ্কের নিট মুনাফা প্রায় ২০% কমে হয়েছে ২৬৪.৫০ কোটি টাকা। তবে এই সময়ে ব্যাঙ্কের মোট আয় ৩,৭৮৬.৬৮ কোটি থেকে বেড়ে হয়েছে ৪,১১২.৩৩ কোটি টাকা। এই সময়ে বিদেশে ব্যবসা বেড়েছে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। চলতি অর্থবর্ষে মোট ব্যবসার পরিমাণ ৩ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বায়োকন— অক্টোবর-ডিসেম্বর, এই তিন মাসে ওষুধ নির্মাতা বায়োকনের নিট মুনাফা ১৪.৪১% বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৯৯ কোটি টাকায়। সামগ্রিক মোট আয়ও ৬৩৪.২২ কোটি থেকে বেড়ে হয়েছে ৭০১.১৬ কোটি টাকা।
লার্সেন অ্যান্ড টুব্রো— পরিকাঠামো সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)-র মূল ব্যবসা থেকে নিট মুনাফা তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে ১০.৬০%। দাঁড়িয়েছে ১,২৪০.৭০ কোটি টাকা। নিট বিক্রিও ১১.৮০% বেড়ে হয়েছে ১৪,৩৮৭.৫১ কোটি।
নোভার্টিস— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আর এক ওষুধ নির্মাতা সংস্থা নোভার্টিসের নিট মুনাফা ৪৭.৪৮% কমে হয়েছে ১৫.২৩ কোটি টাকা। সংস্থার নিট বিক্রিও ২২৮.৪৫ কোটি থেকে কমে হয়েছে ২১৮.৫৪ কোটি। ডলারের সাপেক্ষে টাকার দামের পতন এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের নয়া নির্দেশ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.