উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম
প্রথম দফায় স্বেচ্ছাবসর দু’শো কর্মীর
গামী ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ২০০ জন কর্মীকে স্বেচ্ছা-অবসর দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বুধবার নিগমের সদর দফতর কোচবিহারের পরিবহণ ভবনে আয়োজিত প্রশাসনিক কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, স্বেচ্ছা অবসর প্রকল্পের তালিকাভুক্ত কর্মীর সংখ্যা ৫৯২ জন। তাঁদের মধ্যে চার শতাধিক কর্মী চালক ও কন্ডাক্টর। ওই কর্মীদের সবাইকে একসঙ্গে স্বেচ্ছা অবসর দেওয়া হলে সংস্থার স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়ে পড়ার আশঙ্কা থাকায় চারটি পর্যায়ে স্বেচ্ছা অবসর দেওয়া হবে। ২০০ জনকে প্রথম দফার স্বেচ্ছা অবসরের তালিকায় রাখা হয়েছে। নিগমের ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিগমের স্বেচ্ছাবসর প্রকল্প চালু হচ্ছে।” নিগমের প্রশাসনিক কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামী জানিয়েছেন, পরবর্তী ছয় মাসের মধ্যে তিন থেকে চারটি পর্যায়ে প্রকল্পের তালিকাভুক্ত সকলকেই স্বেচ্ছাবসর দেওয়া হবে। এনবিএসটিসি সূত্রে জানানো হয়েছে, সংস্থার দৈনিক গড়ে ৩৭৫টি বাস শতাধিক রুটে যাতায়াত করছে। সম্প্রতি জওহরলাল নেহেরু আরবান রিন্যুয়াল মিশন প্রকল্পে আরও ১৪০ টি বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিচালন বোর্ডের সদস্য আবদুল জলিল আহমেদ বলেন, “সব কর্মীকে স্বেচ্ছাবসর দিতে প্রায় ৯০ কোটি টাকা প্রয়োজন।” নিগমের ইনটাকের ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বায়ক সুজিত সরকার বলেন, “দেরিতে হলেও ভাল উদ্যোগ। শারীরিক ভাবে অক্ষম ও যে সব কর্মী সরাসরি পরিষেবার সঙ্গে যুক্ত নন তাদের প্রথম দফার তালিকায় রাখা উচিত। এতে কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনই সংস্থারও আর্থিক বোঝাও কমবে।” সিটুর এনবিএসটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক জগৎজ্যোতি দত্ত বলেন, “এমন ঘোষণা আগে হলেও তা কার্যকর হয়নি বলে আমরা পুরোপুরি ভরসা পাচ্ছি না। সত্যিই সেটা হলে অবশ্যই ভাল পদক্ষেপ।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.