ধর্ষণ করে খুন জঙ্গলে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধর্ষণ করে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপনের নলপাড়া খাঁড়ির জঙ্গল থেকে মহিলার রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে এলাকায় তদন্তে যান ডিএসপি উত্তম ঘোষ। তিনি বলেন, “মহিলার দেহে একাধিক ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। জামা কাপড় ছেঁড়া ছিল। ধর্ষণ হয়েছে কি না ময়নাতদন্ত হলে স্পষ্ট হবে।” পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম ফুলো হাঁসদা (৪০)। তিনি কৃষি মজুরের কাজ করতেন। বাড়ি এলাকার পার্বতীপুর গ্রামে। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালভে মুরাগন বলেন, “গত রবিবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। তবে থানায় নিখোঁজের অভিযোগ হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” এ দিন বিকাল ৩টা নাগাদ বাড়ি থেকে দু’কিলোমিটার দূরে খাঁড়ির জঙ্গলে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। নিহত মহিলার স্বামী হোপনা টুডু বলেন, “গত রবিবার স্ত্রী আত্মীয়ের বাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বার হন। এ দিন ৪টা নাগাদ খবর পাই স্ত্রীর দেহ ওই জঙ্গলে পড়ে রয়েছে। শারীরিক অত্যাচারের পর দুষ্কৃতীরা ওকে খুন করেছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের সন্দেহ, একাধিক দুষ্কৃতী মহিলাকে নির্জন ওই খাঁড়ির জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার পরে অভিযুক্তদের চিনতে পারায় এই মহিলাকে খুন করা হয়।
|
অসংগঠিতদের ১৮ লক্ষ টাকা অনুদান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ১৮ লক্ষ টাকার অনুদান দিল শ্রম দফতর। বুধবার পুরসভা হলে এই টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজানুর। আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “নির্মাণ শ্রমিক, পরিবহণকর্মী ও অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন স্কিমে টাকা দেওয়া হয়। যন্ত্রপাতি কেনা, সাইকেল কেনা, শ্রমিকের সন্তানদের শিক্ষার জন্য, বিয়ের জন্য সামজিক সুরক্ষায় এই টাকা বিলি করা হয়।”
|
সেচসেবিত এলাকা বাড়াতে ১৭টি সেচ প্রকল্পের উদ্বোধন করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বুধবার মালবাজারের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর খালপাড়ায় পাম্পসেটের মাধ্যমে এই সেচ প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। তিস্তা সেচ প্রকল্পের বাঁ-হাতি খালের জল এলাকার সব কৃষকরা এত দিন পেতেন না বলে অভিযোগ। খালের থেকে দূরবর্তী চাষিদের শীতকালীন সব্জি চাষে জলের অভাবে ভুগতে হত। ১৭টি ক্লাস্টারে বিভক্ত ১০২ জন চাষি সরাসরি এর সাহায্যে উপকৃত হবেন বলে জলসম্পদ দফতর থেকে দাবি করা হয়েছে। এ দিন মোট ১১টি ক্ষুদ্র ও ৬টি বৃহৎ সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়। রাজ্য সরকরের আর্থিক সহায়তার পাশাপাশি নাবার্ডের সহযোগিতাও রয়েছে বলে জানানো হয়েছে। মন্ত্রী বলেন, “এই সরকার কৃষকের উন্নতিতে যাবতীয় পদক্ষেপে প্রস্তুত।”
|
সাংসদ তহবিলের টাকায় উন্নয়ন থেকে চোপড়া বঞ্চিত বলে অভিযোগ করল চোপড়া নাগরিক কমিটি। বুধবার বিবৃতি দিয়ে কমিটি অভিযোগ করে, উত্তর দিনাজপুরের অন্তর্গত চোপড়া দার্জিলিং লোকসভার অন্তর্গত হওয়ায় সমস্যায় পড়তে হয়। সাংসদ তহবিলের ২০ শতাংশ টাকা চোপড়ার উন্নয়নের দিতে হবে।
|
শীতলাপাড়ার রাজুমালো দাসের খুনের অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। সমীর মজুমদার নামে ওই ব্যক্তির বাড়িও শীতলাপাড়ায়। বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক।
|
কলকাতা-ডিমাপুর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ টন লাল চন্দন কাঠ উদ্ধার করল পুলিশ। চন্দন কাঠ পাচারের অভিযোগে ট্রাকের চালক আর দু’জন খালাসিকে ধরে ধুবুরির পুলিশ। উদ্ধার হওয়া লাল চন্দন কাঠের দাম ৩.৫ কোটি টাকা। |