টুকরো খবর
বিল পাশে গড়িমসি নিয়ে ক্ষোভ স্পিকারের
রাজ্য বিধানসভায় পাশ-হওয়া বিল সম্পর্কে রাষ্ট্রপতির মতামত ছ’মাসের মধ্যেই জানানোর দাবি করলেন পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার হলদিয়া বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে ঘুষ রোধের জন্য আইন প্রণয়নের প্রসঙ্গে, বিল আটকে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ। তাঁর মতে, বিধানসভা থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো কোনও বিশেষ বিল সময়ে অনুমোদন না হওয়ায়, সেই বিল প্রাসঙ্গিকতা হারায়। শুধু এ রাজ্যেই নয়, অন্য রাজ্যের ক্ষেত্রেও এই সমস্যা হচ্ছে। এই সমস্যার সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘‘এই গড়িমসি বন্ধ হওয়া উচিত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বিলগুলি সম্পর্কে মতামত দেওয়ার ব্যবস্থা করা উচিত রাষ্ট্রপতির।” বিমানবাবু ব্যাখ্যা করে বলেন, “বিধানসভায় পাশ হওয়া বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য ৪-৫ বছর ধরে পড়ে আছে। আমি সময়সীমা ছ’মাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলছি। কিছু দিন আগে লোকসভার স্পিকার মীরা কুমারের উপস্থিতিতে জয়পুরে দেশের বিধানসভার স্পিকারদের সম্মেলন হয়। সেখানে প্রথম এই দাবি তোলেন বিহার বিধানসভার স্পিকার। তাঁর ওই প্রস্তাব সমর্থন করেন অনেকেই।” বিমানবাবুর বক্তব্য, নতুন আইন তৈরির পিছনে রাজের একটি লক্ষ্য থাকে। দীর্ঘ প্রয়োজনের কথা ভেবে তা নির্ধারিত হয়। রাষ্ট্রপতির অনুমোদনে বিলম্ব হলে তা প্রাসঙ্গিকতা হারায়।”

জাতীয় স্তরে জলপাইগুড়ির দুই শিল্পী
জাতীয় স্তরের যুব উৎসবে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন জলপাইগুড়ি জেলার দুই শিল্পী ও একটি দলের কলাকুশলীরা। জেলা যুব কল্যাণ দফতর সুত্রে জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত রাজ্য স্তরের বিবেক চেতনা উৎসবে প্রতিযোগিতায় যোগ দিয়ে ওই শিল্পীরা প্রথম হয়েছেন। আগামী মাসে দিল্লিতে জাতীয় স্তরের যুব উৎসবে নির্বাচিত শিল্পীরা অংশগ্রহণ করবেন। জেলা যুব কল্যাণ আধিকারিক থেনডুপ শেরপা বলেন, “রাজ্য স্তরে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা থেকে ১৭ জনকে পাঠানো হয়। তাঁদের মধ্যে তাঁদের মধ্যে দু’জন শিল্পী এবং একটি গোষ্ঠী সফল হয়েছেন।” জেলা যুব কল্যাণ দফতর সুত্রে জানা গিয়েছে, যে শিল্পীরা রাজ্য স্তরে প্রথম হয়েছেন তাঁরা হলেন আধুনিক সঙ্গীত বিভাগে আলিপুরদুয়ারের তানিয়া সরকার, তাৎক্ষণিক বক্তৃতায় মালবাজারের সন্তু চৌধুরী এবং সঙ্গীতের নৃত্যায়ন বিভাগে রাজগঞ্জের শক্তি সোপান রিক্রিয়েশন ডান্স গ্রুপ। এ ছাড়াও ক্যুইজ ও লোকসঙ্গীতে দ্বিতীয়, তৃতীয় হয়েছেন সৃষ্টি মোহন্ত এবং দ্বীপাস দাস। রাজ্য স্তরে প্রতিযোগিতা শেষ করে বুধবার ওই শিল্পীরা জেলায় ফিরেছেন।

স্কুল কমিশন
তালিকায় নীচের দিকে নাম থাকা প্রার্থীদের কেন আগে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে, তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর রিপোর্টে কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট নয়। কমিশনের কাজের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা হয়। বিচারপতি দেবাশিস করগুপ্ত এই ব্যাপারে এসএসসি-র ব্যাখ্যা চান। বুধবার এসএসসি-র রিপোর্ট দেখেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বিচারপতি এসএসসি-র আইনজীবী দেবব্রত চট্টোপাধ্যায়কে বলেন, এসএসসি-র গাফিলতি থাকলে তা শুধরে নিয়ে আবেদনকারীদের নিয়োগপত্র দিন। তা না-হলে নতুন হলফনামা দিয়ে উপযুক্ত ব্যাখ্যা দিন।

অবসর ভাতা
বেসরকারি পরিবহণ ক্ষেত্রে ষাটোর্ধ্ব শ্রমিকদের মাসে ৭৫০ টাকা অবসর ভাতা দেবে রাজ্য সরকার। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, বাণিজ্যিক ভাবে ব্যবহৃত বাস, ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সি, অটো, যন্ত্রচালিত ভ্যান, টেম্পো, লরি ইত্যাদির শ্রমিকেরা এই প্রকল্পের আওতায় আসবেন। পঞ্চায়েত বা পুরসভা অনুমোদিত ফেরিঘাটে যন্ত্রচালিত নৌকা ও লঞ্চের শ্রমিকেরাও ভাতা পেতে পারেন। শ্রমমন্ত্রী বলেন, “টানা পাঁচ বছর নাম নথিভুক্তির পরে ৬০ বছর বয়স হলে ওই টাকা মিলবে।” এত দিন অসংগঠিত ক্ষেত্রের মধ্যে শুধু নির্মাণকর্মীরাই এই ভাতা পেতেন।

কেবল-সুসংবাদ
কেবল টিভি-র বিভিন্ন প্যাকেজের ভাড়া আগামী ছ’মাস বাড়বে না। কলকাতার সাতটি প্রধান মাল্টিসিস্টেম অপারেটর (এমএসও) সংস্থার পক্ষ থেকে বুধবার এ কথা বলা হয়। তারা বলেছে, নির্দিষ্ট প্যাকেজের বিল না-পেলে মাসের ১৫ তারিখের মধ্যে কেব্ল অপারেটরদের কাছ থেকে তা চেয়ে নিতে হবে গ্রাহকদেরই। সময়মতো টাকা জমাও দিতে হবে। নইলে যে-কোনও সময়ে টিভি-র পর্দা অন্ধকার হয়ে যেতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.