কারিগরি প্রশিক্ষণ দেবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অসংগঠিত শ্রমিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বুধবার শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু চাকদহে আসেন। এ দিন ৬৫টি কাউন্টারের মাধ্যমে জেলার ১৮ হাজার ৩৫৯ জন শ্রমিকের হাতে ৫ কোটি ৪ লক্ষ ৯২ হাজার ১৬৭ টাকা তুলে দেওয়া হয়।তিনি বলেন, “নির্মাণ কর্মী ও তাঁদের ছেলে-মেয়েদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে র্যজ্য। প্রশিক্ষণ নেওয়ার সময় কর্মীদের প্রতিদিন ২৪০ টাকা এবং তাঁদের ছেলে-মেয়েদের ভাতাবাবদ ১৫০ টাকা করে দেওয়া হবে। এ দিনের অনুষ্ঠানে আসার সময়ে চাকদহ স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা বছর চল্লিশের শুকসারি বিবির। মন্ত্রী তাঁর পরিবারকে দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য দেড় লাখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন।
|
শ্রমিকদের আর্থিক সাহায্য শ্রমমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অসংগঠিত শ্রমিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বুধবার শ্রমমন্ত্রী পুর্ণেন্দু বসু চাকদহে আসেন। এ দিন ৬৫টি কাউন্টারের মাধ্যমে জেলার ১৮ হাজার ৩৫৯ জন শ্রমিকের হাতে ৫ কোটি ৪লক্ষ ৯২ হাজার ১৬৭ টাকা তুলে দেওয়া হয়।
|
প্রধান খুনে দোষী সাব্যস্ত |
তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর নাগকে খুনের দায়ে বুধবার এক জনকে দোষী সাব্যস্ত করলেন কৃষ্ণনগর জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা ও জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী। শুক্রবার সাজা ঘোষণা হবে। সরকারি আইনজীবী সত্যেন্দুশেখর সেন জানান, এগারো জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। বিচারক এক জনকে দোষী সাব্যস্ত করেছেন। ২০০৩ সালের ৮ সেপ্টেম্বর রাত সাতটা নাগাদ সমীরবাবুকে গুলি করে খুন করা হয়। তাঁর স্ত্রী নীলিমাদেবী হরিণঘাটার তৃণমূল বিধায়ক। ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের মধ্যে অনেকেই ছিলেন সিপিএমের নেতা-কর্মী। এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত রজতকান্তি দাসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নীলিমাদেবী বলেন, “আমার স্বামীর খুনিরা ছাড়া পেয়ে গেল। রায়ের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হচ্ছে।” সিপিএম-এর জেলা কমিটির সদস্য সামসুল ইসলাম মোল্লা বলেন, “চক্রান্ত করে আমাদের দলের লোককে ফাঁসানো হয়েছিল। রজতকান্তি দাসের জন্যও আমরা উচ্চ আদালতে যাব।”
|
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বোমার মশলা সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম কেলে শেখ ও ধুলো শেখ। বাড়ি নাকাশিপাড়ার রঘুনাথপুরে। বুধবার বিল্বগ্রামের রাস্তায় কালভার্টের কাছে পুলিশ ওই দু’জনকে পাকড়াও করে।
|