টুকরো খবর |
কবে হবে পুরবোর্ডের বৈঠক, সরব বিরোধীরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরভোট হয়েছে সেই নভেম্বরে। দেরিতে হলেও পূর্ণাঙ্গ পুরবোর্ডও গঠিত গিয়েছে। অথচ, এখনও পুরবোর্ডের একটিও বৈঠক হল না মেদিনীপুরে। এই পরিস্থিতিতে দ্রুত বোর্ডের বৈঠক ডাকার দাবিতে একযোগে সরব হয়েছে বিরোধী-শিবির। কংগ্রেসের এক কাউন্সিলরের কথায়, “বোর্ডের বৈঠক না-হওয়ায় সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। আমার এলাকার কিছু পথবাতি মেরামত করা দরকার। কী ভাবে তা হবে, বুঝতে পারছি না।” কাউন্সিলর তথা মেদিনীপুর শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান বলেন, “পুরবোর্ডের বৈঠক ডাকার ক্ষেত্রে আগে কখনও এতটা দেরি হয়েছে বলে মনে পড়ছে না। এর ফলে, কাজের ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। কবে বৈঠক হবে জানি না। আমরা দ্রুত পুরবোর্ডের বৈঠক ডাকার দাবি জানাচ্ছি।” কাউন্সিলর তথা শহরের প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ বলেন, “অবিলম্বে পুরবোর্ডের বৈঠক ডাকা উচিত।” দেরি যে হয়েছে, তা মানছেন পুর-কর্তৃপক্ষও। তবে, আগামী ২৯ জানুয়ারি পুরবোর্ডের বৈঠক হবে বলে জানিয়েছেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু।
|
জখম ১৫
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাস-লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ১৫ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ এলাকার বেনাপুরের কাছে শ্যামলপুরে। এ দিন খড়্গপুর থেকে দীঘাগামী একটি বাস শ্যামলপুরের কাছে উল্টো দিক থেকে আসা লরিকে মুখোমুখি ধাক্কা মারে। জখম হন লরির চালক, খালাসি-সহ ১৩ যাত্রী। স্থানীয় ও পুলিশকর্মীদের চেষ্টায় তাঁদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। লরি ও বাসটিকে আটক করা হলেও বাস চালক পলাতক।
|
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল বুধবার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধনকুমার দে প্রমুখ। সকালে শোভাযাত্রা বেরোয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতসবাজি প্রদর্শনী হয়।
|
কোথায় কী
বৃহস্পতিবার
মেলা: নেতাজি শিশু বিকাশ মেলা। মুন্সীপাটনা গ্রামবাসীবৃন্দের উদ্যোগে।
বিকেলে উদ্বোধন। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
রথযাত্রা: খড়্গপুরের ইন্দা থেকে প্রেমবাজার পর্যন্ত রথযাত্রা।
সকাল ৯ টায় ইন্দা থেকে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রথযাত্রা।
|
|