|
|
|
|
টুকরো খবর |
বাগানে চিতাবাঘের শাবক |
দু’টি চিতাবাঘের শাবককে চা বাগানের ঝোপে দেখে বন দফতরে খবর দিলেন শ্রমিকেরা। ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা বাগানের কলাগাইতি ডিভিশনে গত মঙ্গলবার থেকেই চিতাবাঘের শাবক দুটিকে দেখা যাচ্ছে বলে শ্রমিকরা জানান। মালবাজার বন্যপ্রানী স্কোয়াডের রেঞ্জের ফনীন্দ্রনাথ রায় জানানস, মা চিতাবাঘ যাতে শাবক দুটিকে খুঁজে পায়, তার জন্য শাবকদের বাগানে যেখানে দেখা গিয়েছে, সেখান থেকে সরাতে নিষেধ করা হয়েছে। বনকর্মীরা দূর থেকে শাবকদুটির ওপর নজর রাখছেন।
|
উদ্ধার হরিণ |
গ্রামবাসীদের সহযোগিতায় দলছুট একটি হরিণকে উদ্ধার করলেন বন-কর্মীরা। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব বিজয়বাটি গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটিকে। বকখালি বন দফতরের রেঞ্জার বিমল মাইতি বলেন, “বকখালি জঙ্গল থেকে হরিণটি কোনওভাবে বেরিয়ে প্রায় এক কিলোমিটার দূরের ওই গ্রামে চলে আসে। গ্রামবাসীরা দফতরে খবর দেন। পূর্ণ বয়স্ক ওই পুরুষ হরিণটিকে কয়েকদিন রেখে স্বাস্থ্য পরীক্ষা করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
|
মৃত ২ সিংহী |
মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হল দু’টি সিংহীর। বুধবার গুজরাতের গির অরণ্যের কাছে সুরেন্দ্রনগর এলাকার ঘটনা। বন দফতরের তরফে জানানো হয়েছে, ১৫ বছর আগে সাসান অরণ্যের দু’টি সিংহ এ ভাবে মারা গিয়েছিল ট্রেনে কাটা পড়ে। তার পর এমন ঘটনা এই প্রথম ঘটল। |
|
|
|
|
|