এটিএম থেকে জাল নোট বেরোনোর অভিযোগ উঠল আরামবাগে। বুধবার সকালে শহরের লিঙ্ক রোডের উপরে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএম থেকে নোটটি তোলেন এক গ্রাহক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে ব্যাঙ্কের তরফেও। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ওই এটিএম থেকে ২৩০০ টাকা তোলেন এক ব্যক্তি। তার মধ্যে ছিল ৪টি পাঁচশো এবং ৩টি একশো টাকার নোট। এর মধ্যে দেখা যায়, একটি পাঁচশো টাকার নোটের নম্বরের উপরে গোল করে লাল দাগ দেওয়া। নোটের কাগজটি দেখেও সন্দেহ হয় ওই গ্রাহকের। এটিএমের উপরের তলায় সংশ্লিষ্ট ব্যাঙ্কটির শাখা অফিস। উপ-অধিকর্তা তারকনাথ দাসের সঙ্গে দেখা করেন ওই ব্যক্তি। লিখিত অভিযোগ জমা দিতে বলেন তিনি। তারকবাবু জানান, একটি এজেন্সির মাধ্যমে টাকা ভরানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের পূর্বাঞ্চলের আধিকারিক আরএল গুটিকর বলেন, “অভিযোগ এখনও পাইনি। এলে দেখব। বিষয়টি খতিয়ে দেখার নির্দিষ্ট প্রক্রিয়া আছে।” তবে কোন সংস্থা তাঁদের এটিএম-এ টাকা জমা করে, তা জানাতে অস্বীকার করেন তিনি।
|
সরকারি অফিসের সামনে মাইক বাজিয়ে সভা করছিল সিপিএম। অফিসের কাজের সময়ে তারস্বরে মাইক বাজানোয় শ্রীরামপুরের মহকুমাশাসক জয়সি দাশগুপ্ত সভা শেষে মাইক বাজেয়াপ্ত করে থানায় পাঠিয়ে দেন। জেলা সিপিএম নেতৃত্বের দাবি, বিধিবদ্ধ অনুমতি থাকা সত্ত্বেও মাইক খুলে নেওয়া হয়েছে। জয়সিদেবী অবশ্য বলেন, “যে কোনও দায়িত্বশীল রাজনৈতিক দলেরই জানা উচিত, হাসপাতালের সামনে ২৪ ঘণ্টা এবং সরকারি অফিসের সামনে কাজের সময়ে মাইক বাজানো যায় না। এখানে সেটাই করা হচ্ছিল। দুপুর ২টো থেকে ৩ ঘণ্টা ধরে তারস্বরে মাইক বাজানো হল। আমি নিজে অফিসে বসে কাজ করতে পারছিলাম না। বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়।” সিপিএম নেতা সুমঙ্গল সিংহের বক্তব্য, “সভা শেষ হওয়ার পর যখন, মাইক খোলার কাজ চলছিল, তখনই হঠাৎ এসডিও এসে গাড়িতে মাইক তুলে থানায় পাঠিয়ে দেন। এমন প্রশাসনিক কাজ অতীতে দেখিনি।”
|
তিন দিনব্যাপী কৃষি মেলা হয়ে গেল হাওড়ার সাঁকরাইলে। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে সাঁকরাইল চাঁপাতলা স্পোর্টিং ইউনিয়ন মাঠে এই মেলা হয়। উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদ সভাধিপতি করবী ধূল, সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। ছিল কৃষি সরঞ্জাম ও ফসল প্রদর্শনী এবং কৃষি, মুরগি পালন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে সেমিনার।
|
ন’দিনব্যাপী ‘গ্রামীণ কৃষি ও গঙ্গা মেলা’ শেষ হল বাগনানে। উত্তর মুগাবেড়িয়া ভগৎ সিংহ ফার্মাস ক্লাবের উদ্যোগে মুগাবেড়িয়া মাঠে ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেলা। উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপনকুমার দাস। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ। মেলায় রয়েছে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
|
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক গোডাউন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের গোডাউনে। দমকলের ৮টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে দমকল ও পুলিশ।
|
‘উদ্দীপন’ নাট্য সংস্থার রজত জয়ন্তী উৎসব হয়ে গেল উলুবেড়িয়ায়। এই উপলক্ষে রবীন্দ্রভবনে তাঁদের প্রযোজিত ‘অশ্রুত সঙ্গীত’ নাটকটি পরিবেশন হয়। নাট্যগোষ্ঠীর সম্পাদক অনুপ চক্রবর্তী রচিত-নির্দেশিত নাটক দেখার জন্য প্রচুর দর্শক ছিলেন। |