ঐন্দ্রিলা-কাণ্ডে স্কুলকে দুষল রেপা
নিজস্ব সংবাদদাতা |
দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যুর ঘটনায় স্কুল-কর্তৃপক্ষের সংবেদনশীলতার অভাব ছিল। ১৫ জানুয়ারির শুনানির প্রেক্ষিতে ‘রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি’ (রেপা)-র রিপোর্টে বুধবার সে কথাই জানানো হয়েছে। এ দিন রেপা-র পক্ষ থেকে রিপোর্টে বলা হয়েছে, ঐন্দ্রিলার অসুস্থতার খবর পাওয়ার পরে স্কুল-কর্তৃপক্ষের তরফে যে আচরণ অভিপ্রেত ছিল, তা হয়নি। উদাসীন মনোভাব দেখিয়েছে স্কুল। পাশাপাশি, ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা না হলেও ১০ টাকা করে যে চাঁদা নেওয়া হয়েছিল, তার প্রমাণ মিলেছে। কিন্তু সে ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনও রকম নজরদারিই ছিল না। রেপা-র রেজিস্ট্রার সুহাস চট্টোপাধ্যায় এ দিন বলেন, “আমরা ওই স্কুল-কর্তৃপক্ষকে শিশুদের ব্যাপারে আরও সজাগ হতে বলেছি। সেই সঙ্গে বেসরকারি স্কুলগুলি যাতে শিশুদের প্রতি যথাযথ আচরণ করে, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারের কাছেও রেপার তরফে চিঠি পাঠানো হচ্ছে।” ঐন্দ্রিলার বাবা শান্তনু দাস এ দিন বলেন, “রেপা-র রিপোর্টে আমরা সন্তুষ্ট। তাতে যে কথা বলা হয়েছে, সেটা ঠিক। আমাদের যন্ত্রণার জায়গাটা রেপা অনুভব করতে পেরেছে।”
পুরনো খবর: ডাক্তারকাকু পিঠে স্নেহের হাত রাখতেই কেঁদে ফেলেছিল ঐন্দ্রিলা
|
ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারভাঙা ভবনের ছাদের চাঙড়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলাকালীন চারতলার ছাদের বারান্দার কড়ি বরগা থেকে টাইল্স ভেঙে তিনতলার বারান্দায় পড়ে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের এক সদস্য জানান, ওই জায়গা দিয়ে ছাত্রছাত্রী, কর্মীরা যাতায়াত করেন। কিন্তু চাঙড় ভাঙার সময়ে কেউ না থাকায় দুর্ঘটনা ঘটেনি। রেজিস্ট্রার বাসব চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ রোজ ভবনের দেখভাল করে। অনেক সময়ে বাইরে থেকে ভিতরের ফাটল বোঝা যায় না। সে রকম কোনও কারণে চাঙড় ভেঙেছে। তিনি বলেন, “শীঘ্রই তা মেরামতির জন্য বলা হয়েছে। এখন জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে।”
|
নবাদর্শ সমবায় আবাসন সমিতির সুবর্ণজয়ন্তী উৎসবের প্রথম পর্যায়ে ২৩-২৫ জানুয়ারি নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ১৯৪৭-এ শ্রীহট্ট থেকে আসা কয়েক জন বিরাটিতে এই সমিতি তৈরি করেন। প্রধান সংগঠক ক্ষিতীশচন্দ্র চৌধুরী নামকরণ করেন শ্রীমন্তপুর। ১৯৬৫-র ২৩ জানুয়ারি ছিল আবাসনের প্রতিষ্ঠা দিবস। সম্পাদক অসিতরঞ্জন দত্ত জানান, ৬০ একর জমিতে গড়ে উঠেছে সমবায় আবাসনটি। তার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসার কথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, রচপাল সিংহ, সাংসদ সৌগত রায়ের।
|
অফিসে মহিলা সহকর্মীকে মার |
শরৎ বসু রোডের ডাকঘরে সহকর্মীর হাতে আক্রান্ত হলেন এক মহিলা। পুলিশ জানায়, ওই ঘটনায় বিমল পাল নামে অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শম্পা বন্দ্যোপাধ্যায় নামে ওই ডাকঘরের এক ট্রেজারি-কর্মীর অভিযোগ, বুধবার সকালের দিকে বিমল তাঁর কাছে টাকা ধার চেয়েছিল। তিনি দিতে চাননি। বিকেলে অফিস থেকে বেরোনোর মুখে বিমল লাঠি দিয়ে দু’বার তাঁর মাথায় ও মুখে আঘাত করে। শম্পাদেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |