প্রতারণার অভিযোগে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে টাকা নিয়ে নিজেদের নামে জমি কিনবার দায়ে গ্রেফতার হয়েছেন ওই সংস্থার এক সদস্য। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সমীর রাউত। তাঁর বাড়ি বর্ধমানের বাবুরবাগে। ধৃতকে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ধৃতের পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থার সহ-সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বর্ধমান আদালতে ওই সংস্থার হিসেব রক্ষক সুব্রত রাউত-সহ সংস্থার দুই সদস্য সমীর রাউত ও কমল প্রসাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সমীর রাউত সম্পর্কে সুব্রত রাউতের ভাই। আদালতে অভিযোগ দায়ের করে দিলীপবাবু বলেন, ওই তিন জন সংস্থার কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা নিয়ে নিজেদের নামে জমি কিনেছেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে সমীরবাবুকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্তকেও খুঁজছে পুলিশ।
|
অনুব্রতের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তাঁর বাড়িতে হামলা চালানো ও কার্যত তাঁকে খুনের হুমকি দেওয়ার জন্য তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি তথা কাটোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলেন স্থানীয় বিধায়ক কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়া থানায় অভিযোগ জানানোর পাশাপাশি তিনি রাজ্যের মুখ্য সচিব, বর্ধমানের জেলা শাসক, এসডিও (কাটোয়া), এসডিপিও (কাটোয়া), বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)-র কাছেও অভিযোগ জানান। এ দিনও অনুব্রত বীরভূমে সিউড়ির পুরন্দরপুরে একটি দলীয় সভায় রবীন্দ্রনাথবাবুর উদ্দেশে হুমকির সুরে বলেছেন, “রবি চট্টোপাধ্যায় আমার নামে নাকি থানায় এফআইআর করেছেন। আমার তাতে বয়ে গেল। এ বার যদি তৃণমূল ছাত্র পরিষদের কারও গায়ে হাত পড়ে, আমি কাটোয়ায় তোমার বাড়িতে গিয়ে তোমাকে একবার মেরে আসব।” এ দিকে, বুধবার বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “কোনও অপরাধ সংগঠিত হয়নি। শুধু হুমকি দেওয়া হয়েছে। তাই সাধারণ ডায়েরি নিয়ে পুলিশ তদন্ত করছে। অনুব্রত মণ্ডলের বক্তৃতার সব ফুটেজ চাওয়া হয়েছে। প্রয়োজনে কাটোয়া থানার পু্লিশ আদালতের অনুমতি নিয়ে মামলা রুজু করতে পারে।”
|
মাঠ থেকে প্রৌঢ় উদ্ধার কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বেহুলা নদীর কাছে একটি মাঠ থেকে ৫৫ বছরের এক প্রৌঢ়কে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের গোয়ারা গ্রামের ঘটনা। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে নাম, পরিচয় কিছুই জানাতে পারেননি ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কুয়াশার মধ্যে একশো দিনের কাজে যাওয়ার সময়ে ওই ব্যক্তিকে মুক্তারপুর সেতুর কাছে মাঠে পড়ে থাকতে দেখেন কয়েকজন। প্রথমে তাঁকে মৃত ভাবলেও পরে কাছে গিয়ে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যান ওই বাসিন্দারা। হাটকালনা পঞ্চায়েতের এক সদস্য শুভ্রা মজুমদার বলেন, “ওই ব্যক্তি জামায় কাদা ছিল। তবে এখনও পরিচয় জানা যায়নি।” |