জামিন পেলেন তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়। স্থানীয় এক রেশন ডিলারের দোকান ও বাড়িতে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ওই তৃণমূল নেতা শুক্রবার বিষ্ণুপুর আদালতে আত্মসমর্পণ করেছিলেন। চার দিন জেলহাজত হয়েছিল তাঁর। মঙ্গলবার ফের তাঁকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুর্গা খৈতান দু’জন জামিনদার ও দশ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ৫ নভেম্বর পাত্রসায়রের হামিরপুর গ্রামের বাসিন্দা রেশন ডিলার নেপাল পাত্রের দোকান ও বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। |
ওই ঘটনায় নেপালবাবুর ছেলে সঞ্জয় পাত্র তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাখ্যায় সহ-২৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছিল বলে স্নেহেশবাবু দাবি করেছেন। পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেও স্নেহেশবাবু দীর্ঘদিন ধরেই ওই মামলায় গরহাজির ছিলেন।
সম্প্রতি বিষ্ণুপুর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুক্রবার সেই মামলাতেই স্নেহেশবাবুর চার দিনের জেল হাজত হয়। স্নেহেশবাবুর আইনজীবী স্বরূপ পাঁজা জানান, দু’জন জামিনদার ও দশ হাজার টাকার বন্ডে স্নেহেশ মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন বিচারক। জেল থেকে বেরনোর পরে তৃণমূলের কর্মী-সমর্থকেরা মোটরবাইক, গাড়ির র্যালি বের করেন।
|