লজ থেকে এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার পরিচয় জানা যায়নি। আনুমানিক ৪৫ বছর হবে। ওই লজের কর্মীরা জানান, রবিবার সন্ধ্যায় ন’বছরের একটি বাচ্চা-সহ এক ব্যক্তির সঙ্গে লজে ওঠেন ওই বধূ। নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই লজে উঠেছিলেন। যদিও ওই দম্পতির কোনও পরিচয়পত্র লজ কর্তৃপক্ষের কাছে নেই। কেন পরিচয়পত্র দেখা হয়নি, তার সদুত্তর দিতে পারেননি ওই লজের ম্যানেজার স্বপন চট্টোপাধ্যায়। স্বপনবাবুর সাফাই, “বছর ৪৮-এর ব্যক্তিটি লজের রেজিস্টারে নিজের নাম লিখেছেন চিন্ময় সরকার। ঠিকানা সোদপুর, কলকাতা। একটি ফোন নম্বরও দিয়েছেন।” কিন্তু ঘটনার পরে তদন্ত করে দেখা গিয়েছে, লজের খাতায় লেখা নম্বরটি অন্যকারও। তাঁর দাবি, “সব ক্ষেত্রেই লজের অতিথিদের পরিচয়পত্র রাখা হয়। যে দিন ওই দম্পতি লজে উঠেছিলেন, সে দিন লজে একটি অনুষ্ঠানে কর্মীরা ব্যস্ত ছিল। সেই কারণেই এই ভুল হয়ে গিয়েছে।” লজ সূত্রে খবর, ওই দম্পতি হোটেলের যে ঘরটিতে উঠেছিলেন, এ দিন ওই ঘরের তালা বন্ধ ছিল। বিকেল গড়ানোর পরেও লজে কেউ ফিরছে না দেখে পুলিশে খবর দেন লজের কর্মীরা। পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখে, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বধূর দেহ। তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ জানিয়েছে, বধূটির কিছু শাড়ি ও জামাকাপড় লজের ঘর থেকে উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |