টুকরো খবর
বার্ষিক ক্রীড়া
পুরুলিয়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: সুজিত মাহাতো।
পুরুলিয়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সোমবার। স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষক নুরউদ্দিন হালদার জানান, ৩২টি বিভাগ ছিল। প্রতিযোগী ছিল ১১৫০ জন। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। অন্য দিকে, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে হয়েছে ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পাঁচটি বিভাগের ৩০টি ইভেন্টে প্রায় ২১০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

হয়রানির অভিযোগ
প্রয়োজনে ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে হয়রান হতে হচ্ছে, রায়তিদের কাছ থেকে অযথা খাজনা নেওয়া বন্ধ করতে হবেএই সব নানা দাবিতে সোমবার পুরুলিয়া ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি দিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। দলের নেতা অজিত মাহাতো বলেন, “ছয় একরের কম জমি রয়েছে যাঁদের, তাঁদের কাছ থেকে খাজনা নেওয়া হচ্ছে। এক ফসলি পুরুলিয়ায় এটা দফতর নিতে পারে না। এক্ষেত্রে কেবলমাত্র জমির সেস নিতে পারে। জমির পড়চা পেতেও অহেতুক দেরি করা হচ্ছে। শহর ও পঞ্চায়েত এই দুই এলাকার জন্য পৃথক মিউটেশন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছি।” সংশ্লিষ্ট ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুচন্দন সামন্ত বলেন, “জমির অবস্থান আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর ওনারা এক মাসের মধ্যে পড়চা দেওয়ার কথা বলছেন। আমরা বলছি তার আগেই দেব। আর মিউটেশন গ্রামীণ এলাকা ও শহরে পৃথক করা সম্ভব নয়। ৬ একরের কম যাঁদের জমি রয়েছে, তাঁদের ক্ষেত্রে শুধু সেসই লাগবে।”

ভয় দেখিয়ে ‘ধর্ষণ’
ভয় দেখিয়ে এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। রবিবার বলরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মী ওই বধূ লিখিত অভিযোগে জানিয়েছেন, নবকিশোর মাহাতো নামে গ্রামেরই এক যুবক ভয় দেখিয়ে গত দু বছরে একাধিক বার ধর্ষণ করেছে। লোকলজ্জা এবং ভয়ে এতদিন তিনি মুখ খোলেননি। কিছুদিন আগে স্বামীকে সব ঘটনা বলেন। ওই বধূর স্বামীর দাবি, “প্রথমে স্ত্রী আমাকে লজ্জায় জানায়নি। তা ছাড়া, ওকে ভয় দেখিযেছিল। পরে জানতে পেরে অভিযোগ করেছি।” মঙ্গলবার ওই বধূ পুরুলিয়া জেলা আদালতে গোপন জবানবন্দি দেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। তা ছাড়া, এত দিন কেন অভিযোগ করেননি, তাও দেখা হবে।

ব্লকে ব্লকে কৃষি মেলা
জৈব পদ্ধতিতে চাষের ধারণা কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে রবিবার থেকে কাশীপুরে শুরু হয়েছে কৃষি মেলা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, এই পদ্ধতিতে চাষ কী করে লাভজনক হতে পারে কৃষকদের তা জানানো এবং যে সমস্ত ধান হারিয়ে যাচ্ছে তার বীজ কোথা থেকে মিলবে এবং হারিয়ে যাওয়া ধানগুলি কেন চাষ করা দরকার তা কৃষকদের বোঝানোর জন্য স্টল করা হয়েছে। মঙ্গলবার মেলার শেষ হল। অন্য দিকে, বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের কৃষি মেলা শুরু হল রবিবার থেকে। পাত্রসায়র-বামিরা গুরুদাস বিদ্যায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয়ভারতী-সহ প্রশাসনের আরও অনেক কর্তাব্যক্তি।

দেহ উদ্ধার
নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ঝন্টু মালের (৩০) বাড়ি বাঁকুড়া সদর থানার কেশিয়াকোলে। সোমবার বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে এলাকারই একটি ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ করা হয়নি। এ দিনই কোতুলপুরের কাঁটাবন এলাকায় সুভাষ দে (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়ি তাজপুরে।

শ্রমিকের মৃত্যু
কর্মরত অবস্থায় মৃত্যু হল ভোজুডি কোল ওয়াসারির এক কর্মীর। মৃতের নাম হারাধন বন্দ্যোপাধ্যায় (৫৯)। তিনি সাঁওতালডিহি থানার কামারগোড়া গ্রামের বাসিন্দা। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

প্রতিযোগিতা
পুরুলিয়া শক্তি সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ১৪তম দক্ষিণবঙ্গ জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল রবিবার। ২১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শক্তি সঙ্ঘ ভবনে এই প্রতিযোগিতা হয়। ১৬টি বিভাগ ছিল। ২৭২ জনকে পুরস্কৃত করা হয়।

ডিভিসি প্রকল্পে সিটুর বিক্ষোভ
ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পে জমিহারাদের কাজ দেওয়া-সহ নানা দাবিতে মঙ্গলবার ফের পুরুলিয়ার রঘুনাথপুরে বিক্ষোভ দেখাল সিটু। বিজেপির আন্দোলনের জেরে গত বৃহস্পতিবার ওই প্রকল্পে ‘ওয়াটার করিডর’-এর বন্ধ থাকা কাজ এ দিন ফের চালু হয়। তবে, মূল গেটের বাইরে এ দিন সিটুর ওই বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়নি।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সুকুমার সোম (৫০)। নামে এক মোটরবাইক আরোহীর। বাড়ি পাত্রসায়র থানার কৃষ্ণবাটি গ্রামে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ইন্দাসের বৈকুন্ঠপুর গ্রামের কাছে। জখম বাইক চালক ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.