আইএফএ শিল্ডে কি ইউনাইটেডের স্পোর্টসের দায়িত্বে দেখা যাবে নতুন কোনও কোচকে?
এলকো সাতোরি কি শেষ পর্যন্ত সরে দাঁড়াবেন?
কর্তারা কি ছেড়ে দেবেন ডাচ কোচকে?
ফেড কাপে র্যান্টি মার্টিন্সদের জঘন্য পারফরম্যান্স এবং গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পর এই প্রশ্নগুলো সামনে উঠে আসছে। হাওয়াকে আরও জোরালো করেছেন এলকো সাতোরি নিজে। কোচি থেকে কলকাতায় ফিরে এলকো পরিষ্কার জানিয়ে দেন, “আমি ডিসেম্বরেই জানিয়েছিলাম, ফেড কাপই আমার ডেডলাইন। এখানে দল সাফল্য পেলে তবেই থাকব। কিন্তু এখানেও দল সাফল্য পায়নি। তাই সরে যেতে যাই।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি পেশাদার। বেতন ছাড়া চলবে কী করে? আমি তো চ্যারিটি করতে আসিনি।”
বুধবার ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা ডাচ কোচের। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এলকো। এর আগেও এলকো যখন ছেড়ে দিতে চেয়েছিলেন, তখন ক্লাব কর্তারা আটকে দিয়েছিলেন। এ বার অবশ্য নবাব ভট্টাচার্য বললেন, “খারাপ সময়ে এলকো আমাদের পাশে ছিলেন। ওর সঙ্গে আগে কথা বলব। বোঝাব। তবে উনি চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে জোর করে আটকাব না।”
এলকো নিজে আর কোনও ভাবেই থাকতে রাজি নন। আইএফএ শিল্ডেও তিনি থাকছেন না বলেই দাবি করলেন। “আইএফএ শিল্ডেও আমি থাকতে চাই না। আসলে আমি পরিবারকে খুব মিস করছি। তাই বাড়ি যেতে চাই,” বলে দিলেন র্যান্টিদের কোচ। |