দশ লক্ষ টাকা দিলেন তেন্ডুলকর |
সন্তান হারানোর চিন্তা মাথায় এলে স্তব্ধ হয়ে যাই |
নিজস্ব সংবাদদাতা • মুম্বই
২১ জানুয়ারি |
অবসর নিলেও তাঁর ‘ব্যাটিং’ কিন্তু চলছেই। তবে কোনও বাইশ গজে নয়। সমাজকল্যাণমূলক কাজে। মুম্বইয়ের বাই জেরবাই ওয়াদিয়া শিশু হাসপাতালে মঙ্গলবার ১০ লক্ষ টাকা দান করেছেন সচিন তেন্ডুলকর।
শিশুদের হৃদ্রাগ নিয়ে সচেতনতা বাড়াতে ‘লিটল হার্টস ম্যারাথন’-এর ঘোষণা করার পাশাপাশি সচিন এ দিন একটি অনুষ্ঠানে বলেন, “আমি আর অঞ্জলি হাসপাতালের একটা ভেন্টিলেটর স্পনসর করেছি।” সঙ্গে মাস্টার ব্লাস্টার আরও যোগ করেন, “ড. যশবন্ত আমডেকার-এর এই উদ্যোগে সামিল হতে পারাটা খুব সম্মানের। আমার কাছে আচরেকর স্যর যা, অঞ্জলির কাছে ড. আমডেকারও তাই। অঞ্জলির চিকিৎসক হওয়ার পিছনে ওঁর বিরাট অবদান রয়েছে।” |
|
এখন অন্য কাজ। মুম্বইয়ে এক শিশু হাসপাতালে সচিন। ছবি: পিটিআই। |
সচিন এ দিন এই শিশু হাসপাতালের ওয়ার্ডে রোগীদের সঙ্গেও কথা বলেন। পরে জানান, “ওয়ার্ডে হাঁটতে হাঁটতে একটি মেয়ের সঙ্গে আলাপ হল। বহু বছর আগে মেয়েটি এই হাসপাতালে এসেছিল চিকিৎসা করাতে। কিন্তু সেই সময় অর্থের অভাবে তা করাতে পারেনি। এখন ওর কাছে অর্থ আছে কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসার সময় পেরিয়ে গিয়েছে। এটা অন্যতম বিরল ঘটনা, যেখানে কিছুই করার নেই। এক জন বাবা হিসেবে সন্তানকে হারানোর ব্যাপারটা কিছুতেই মানতে পারি না। চিন্তাটা মাথায় এলেই স্তব্ধ হয়ে যাই।”
চিকিৎসার সুযোগসুবিধা বাড়ানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানান সচিন। “আমরা ২০১৪ সালে বাস করছি। চিকিৎসার উন্নত পরিকাঠামো দিতে হবে, সুযোগসুবিধা আরও বাড়াতে হবে। চিকিৎসকরা কিন্তু যতটা সম্ভব সাহায্য করতে প্রস্তুত। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যতটা সম্ভব দান করার,” বলেন তিনি। |
|