টুকরো খবর
রিয়াল জয়ে তারকা অন্য জিদান

২১ জানুয়ারি
জিদানই ‘ম্যান অব দ্য ম্যাচ।’ না, জিনেদিন নন। এই জিদান ফরাসি কিংবদন্তির পুত্র লুকা। দোহার আলকাস কাপে ম্যাঞ্চেস্টার সিটি-কে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। যে জয়ের অন্যতম নায়ক ছিলেন লুকা। তবে বাবার মতো মাঝমাঠ চিরে পাস দিয়ে বা গোল করে নয়, লুকা ম্যাচ জেতালেন দু’হাতে গ্লাভস পরে। লুকা যে গোলরক্ষক। বাবার মতো মাঝমাঠ মাতাতে দেখা যাবে না তাঁকে। জিদানের বাকি দুই ছেলে এনজো আর থিও মাঝমাঠে খেলা শুরু করলেও লুকার স্বপ্ন ছিল গোলকিপার হওয়া। এমনকী এখন থেকেই জল্পনা তুঙ্গে যে আর কয়েক বছর পরেই হয়তো রিয়ালের প্রথম দলেই দেখা যাবে লুকাকে। এ দিন ম্যান সিটির বিরুদ্ধেও কয়েকটা অবিশ্বাস্য সেভ করে লুকা ম্যাচের সেরা হন। এ দিকে ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিবেরির আরও বেশি প্রাপ্য ছিল, তা জানিয়ে জিনেদিন জিদান বলেন, “গত মরসুমে রিবেরি যা করেছে অবশ্যই তার জন্য আরও বেশি প্রাপ্য ছিল ওর।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি বলছি না অন্যায় হয়েছে। এখন তো অনেক কিছু দেখেই ব্যালন ডি’অর দেওয়া হয়। শুধুমাত্র ক্লাবের হয়ে ভাল খেললেই জেতা যায় না।”

সচিনকে টপকে গেল পৃথ্বী

২১ জানুয়ারি
তার দখলে বিশ্ব রেকর্ড রয়েছে। রয়েছে তাবড় তাবড় ক্রিকেট মহাতারকার সার্টিফিকেটও। এ বার আরও একটা রেকর্ড করে ফেলল চোদ্দো বছরের পৃথ্বী শ। টপকে গেল সচিন তেন্ডুলকরকেও। গত কাল পৃথ্বীকে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার সদস্য করে নেওয়া হল (প্লেইং মেম্বার)। এত কম বয়সে এর আগে কাউকে সিসিআইয়ের সদস্য করা হয়নি। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ১৫ বছর বয়সে সচিনকে সদস্য করা হয়েছিল সিসিআইয়ের। ১৯৮৮ সালে সিসিআইয়ের হয়ে মাঠে নামেন তিনি। সদস্যপদ পাওয়ার পর পৃথ্বী বলেছে, “আমি শুনেছি এই ক্লাবের হয়ে অনেক বড় বড় ক্রিকেটার খেলে গিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করছি। এই সুন্দর মাঠটায় এর আগে হ্যারিস শিল্ডের ম্যাচ খেলেছি। সেঞ্চুরিও পেয়েছিলাম।”

চ্যাম্পিয়ন লা মার্টিনিয়ার
সিএবি অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্ট ফাইনালে সেন্ট টমাস বয়েজ স্কুলকে ৬৩ রানে হারাল লা মার্টিনিয়ার বয়েজ স্কুল। ইডেনে এ দিন ফাইনালে ৮৫ করে লা মার্টিনিয়ারের যশ গুপ্ত। ম্যাচের সেরা সর্বেশ তুস্নিল (৫-১৬)। এ দিকে, সিএবি প্রথম ডিভিশন লিগ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ২২০ অল আউট ইয়ং বেঙ্গল। জবাবে মোহনবাগান ১২২-০। অন্য ম্যাচে স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে বড় স্কোর করল রাজস্থান ক্লাব (৫৩৬)। জোড়া সেঞ্চুরি শ্রেয়াংশ ঘোষ (১৪৯) ও প্রিয়াঙ্ক বেঙ্গানির (১১২)। টাউনের বিরুদ্ধে সেঞ্চুরি শ্যামবাজারের (২৯৮-৬) অলোক শর্মার (১২৩ নট আউট)।

পটনায় কবাডি চ্যাম্পিয়নশিপ
জাতীয় কবাডি চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার থেকে শুরু হল পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে। বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার একটি দলও এ বার অংশ নিচ্ছে। চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বিমান বিভ্রাটে মহমেডান, ভবানীপুর
কেরল থেকে ফেড কাপ খেলে ফেরার পথে মঙ্গলবার বিমান বিভ্রাটে পড়ল মহমেডান আর ভবানীপুর টিম। আবহাওয়া খারাপ থাকায় কলকাতা বিমানবন্দরে দু’দলেরই বিমান অবতরণ করতে পারেনি। মহমেডান টিমের বিমান ওড়িশায় আর ভবানীপুরের বিমান নিয়ে যাওয়া হয় নাগপুরে। গভীর রাত পর্যন্ত কলকাতায় ফেরার ব্যাপারে অন্ধকারে দু’দলই।

অন্য খেলায়
বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় ২৩ জানুয়ারি সকাল ন’টা থেকে, সেন্ট জেমস চার্চের মাঠে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.