টুকরো খবর
পদত্যাগ করতে চান এলকো
ইউনাইটেড স্পোর্টসের কোচের দায়িত্ব ছেড়ে দিতে চান এলকো সাতোরি। শনিবার মাপুসায় স্পোর্টিং ক্লুবের কাছে ০-১ হারের পর ইউনাইটেড কর্তাদের মেসেজ করে ডাচ কোচ জানিয়ে দিয়েছেন, “দলের টানা ব্যর্থতায় আমি হতাশ। তাই সরে যেতে চাই।” কর্তারা অবশ্য এই প্রসঙ্গে এখনই কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন। ইউনাইটেডের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “কোচ মেসেজ করে পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। তবে আমরা ওঁকে বলেছি, গোয়া থেকে ফেরার পর এই নিয়ে কথা বলব।” এ দিন ম্যাচের পর এলকোর সঙ্গে যোগাযোগ করা হলে নিজের পদত্যাগের প্রসঙ্গ এড়িয়ে শুধু বললেন, ‘‘এ দিনের হার ব্যাড লাক নয়। দলের পারফরম্যান্সে আমি হতাশ।” স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের একেবারে শুরুতেই ০-১ পিছিয়ে পড়ে ইউনাইটেড। গোয়ার দলের হয়ে একটি মাত্র গোল রোজেন সিংহের। গোটা ম্যাচে ইউনাইটেড প্রচুর গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। র্যান্টি একাই চারটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। ইউনাইটেড গোলমেশিনের চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের জন্য বিরতির কিছুক্ষণ পর তাঁকে তুলে নিতে বাধ্য হন এলকো। এ দিকে, ইনজুরি টাইমে গোল করে বেঙ্গালুরুকে জেতালেন রবিন সিংহ। ঘরের মাঠে সালগাওকরের বিরুদ্ধে। আই লিগের অন্য ম্যাচে শিলংয়ে ডেম্পোকে ২-১ হারাল লাজং এফসি। লাজংয়ের হয়ে গোল করেছেন মিলন সিংহ ও বৈথাং। ডেম্পোর হয়ে জেজে ব্যবধান কমান।

শুভময়, দেবব্রত, ঋতমের সেঞ্চুরি
দেবব্রত দাস ও শুভময় দাসের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল মোহনবাগান। সিএবি প্রথম ডিভিশন লিগ ম্যাচের প্রথম দিন এরিয়ানের বিরুদ্ধে ৫০৫ রান করল তারা। এর মধ্যে ৩৪ রান পেনাল্টি হিসেবে পাওয়া। শুভময় ৮৫ বলে ১০৮ রান করেন, দেবব্রত ৯৭ বলে ১০৯। পাইকপাড়া স্পোর্টিংয়ের বিরুদ্ধে নেমে ইস্টবেঙ্গল সাত উইকেটে ৩৬৫ তুলেছে। ঋতম পোড়েল ১২৫ রান করেন। প্রথম ডিভিশন লিগের অন্যান্য ম্যাচেও এ দিন বেশ কয়েকটি সেঞ্চুরি হয়েছে। কালীঘাটের পার্থসারথী ভট্টাচার্য (১৬১), কাস্টমস ক্লাবের অর্ঘ্য দাস (১১০), টাউন ক্লাবের অমিত মেহরা (১০০), ইয়ং বেঙ্গলের দেবাগ্নি বসু (১০১), সাবার্বন ক্লাবের শ্বেতব্রত বিশ্বাস (১০৩) এ দিন সেঞ্চুরি পান। বিএনআর-এর রাজেশ ওরাঁও ইনিংসে ছয় উইকেট ও পুলিস এসি-র অমিত বক্সি পাঁচ উইকেট পান।

বিতর্কে কোল
মুখে কিছু না বললেও অ্যাশলে কোলের উপর বেজায় চটেছেন চেলসির কোচ হোসে মোরিনহো। মঙ্গলবারই প্রিমিয়ার লিগে আর্সেনালের বিরুদ্ধে মোরিনহোর টিমের লড়াই। তার আগে চেলসির ফুটবলার কোলকে আর্সেনালের প্লেয়ারদের পার্টিতে যোগ দিতে দেখে তোলপাড় পড়ে যায়। মোরিনহো যে ঘটনার পর বলেই দিয়েছেন আর্সেনাল ম্যাচে কোলকে প্রথম থেকে মাঠে নামাবেন না। তবে এই ঘটনার জন্যই এমন সিদ্ধান্ত সেটা মানতে চাননি ‘দ্য স্পেশাল ওয়ান’। বলেন, “ এই নিয়ে আমার মতামত অবশ্যই আছে। তবে সেটা প্রকাশ্যে বলতে চাই না। সে দিন ছুটি ছিল। তাই কে কোথায় যাবে সেটা তাঁর ব্যাপার। আমি কোচ, বাবা নই। পরের ম্যাচে প্রথম থেকে অ্যাশলে খেলবে না।”

কোরিয়ায় নেই সিন্ধু
অসুস্থতার জন্য সাইনা নেহওয়াল আর পারুপাল্লি কাশ্যপ আগেই নাম তুলে নিয়েছিলেন। এ বার থেকে শুরু হওয়া কোরিয়া ওপেন সুপার সিরিজ থেকে সরে দাঁড়ালেন ‘নতুন সাইনা’ পিভি সিন্ধুও। মালয়েশিয়া সুপার সিরিজ আর ইন্ডিয়া ওপেন গ্রাঁ প্রি-তে নামার প্রস্তুতি নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। “জানুয়ারির প্রথম সপ্তাহে কোরিয়া ওপেন শুরু হওয়ায় প্রস্তুতির জন্য সময় থাকবে না সিন্ধুর। জাতীয় টুর্নামেন্টের পর আবার ট্রেনিংয়ে নেমে পড়বে ও। তার পর মালয়েশিয়া আর লখনউ-তে খেলবে। ওর কোচ পুল্লেলা গোপীচন্দ-ই এটা ঠিক করেছেন,” বলেন সাইনার বাবা রামানা।

গড়াপেটায় শাস্তি
ঘরোয়া লিগে গড়াপেটার দায়ে আট জনকে আজীবন নির্বাসনের শাস্তি দিল মালয়েশিয়া ফুটবল সংস্থা। এঁদের মধ্যে পাঁচ জন ফুটবলার ও তিন কর্মকর্তা। আট জনই কুয়ালা লামপুরের প্রতিনিধিত্ব করতেন। পাশাপাশি তাঁদের প্রায় ৬ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। মালয়েশিয়া ফুটবল সংস্থার এক কর্তা জানান একই ক্লাবের আরও সাত ফুটবলারকে শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির শুনানির সামনে পড়তে হবে। যে তিন অফিসিয়াল শাস্তির মুখে পড়েছেন তাঁদের মধ্যে আছেন এক স্লোভাক কোচও।

জয় পেল বেঙ্গালুরু, লাজং
ইনজুরি টাইমে গোল করে দলকে জেতালেন বেঙ্গালুরুর রবিন সিংহ। ঘরের মাঠে সালগাওকরের বিরুদ্ধে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন সুনীল। শেষের দিকে সালগাওকরের অলিভেরা গোল শোধ করেন। কিন্তু রবিনের গোলে তিন পয়েন্ট পায় বেঙ্গালুরু এফসি। অন্য ম্যাচে শিলংয়ে ডেম্পোকে ২-১ হারাল লাজং। গোল করেছেন মিলন সিংহ ও বৈথাং। ডেম্পোর হয়ে জেজে ব্যবধান কমান।

জাতীয় জুনিয়র কবাডি
২৬ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে জাতীয় জুনিয়র কবাডির আসর বসছে। শনিবার টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলার গার্লস আর বয়েজ টিম ঘোষণা হল। গার্লস টিমের ক্যাপ্টেন সুমতি আদিগিরি ও বয়েজ টিমের ক্যাপ্টেন ঋষি কুমার সাউ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.