বার্সেলোনার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যা-ই হয়ে থাক, তার জন্য লিও মেসি ক্লাব ছাড়তে পারেন মনে করেন না জোরার্ডো মার্টিনো। বার্সার কোচ বেশ জোরের সঙ্গেই সেটা বলছেন। সাংবাদিক বৈঠকে মেসিকে আগামী গ্রীষ্মে বার্সা বিক্রি করতে পারে কি না প্রশ্ন করলে মার্টিনো বলে দেন, “এটা সত্যি নয়। ক্লাব কী রকম খেলছে সেটাই আমার মাথায় বেশি ঘোরাফোরা করে অন্য বিষয়ের থেকে। তাই যার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই তাতে মাথা ঘামাতে চাই না।”
বাসের্লোনার ভাইস-প্রেসিডেন্ট জাভিয়ের ফাউসের মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নিয়ে মন্তব্যের পর আর্জেন্তিনীয় মহাতারকা পাল্টা একহাত নেন। রেডিও সাক্ষাৎকারে মেসি এমনও বলেন যে ফাউস “ফুটবলটা বোঝেন না।” এর পরই বার্সেলোনার সঙ্গে মেসির সংঘাত নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। না হলে প্রকাশ্যে বার্সা মহাতারকা এমন মন্তব্য করবেন কেন? প্রশ্ন উঠতে শুরু করে। যার জেরে মেসি খুব দ্রুত ক্লাব ছাড়তে পারেন, এমন আশঙ্কাও তৈরি হয় সমর্থকদের। মার্টিনো যদিও বলছেন, “শুধু ফুটবল সংক্রান্ত বিষয়ে কথা বলতে রাজি আছি। যাতে প্লেয়াররা আরও ভাল খেলে, জিততে পারে সেটা নিশ্চিত করা যায়, বার্সেলোনার কোচ হিসেবে তো এগুলোই আমার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে হয়। যে বিষয়টা জানি না, সেটা নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। ভাইস প্রেসিডেন্ট কী বলেছেন বা মেসি কী বলেছে কিছুই জানি না।” |
আমি থাকছি। ভক্তদের কি এই আশ্বাসই দিচ্ছেন মেসি? |
স্প্যানিশ ক্লাবে হঠাৎ নেমে আসা অশান্তির মধ্যে একটা ভাল খবর, মেসির বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট অনেকটাই সেরে উঠেছে। এ বার পায়ের জোর বাড়াতে রিহ্যাবে থাকবেন তিনি। বার্সার তরফে এমনটাই জানানো হয়েছে। এই চোটের কারণেই ২৯ নভেম্বরের পর থেকে মাঠে নামতে পারেননি বার্সার রাজপুত্র। আগামী মাসের গোড়ার দিকে তিনি মাঠে ফিরতে পারে, আশা স্প্যানিশ ক্লাবটির। এত দিন চোট সারাতে আর্জেন্তিনাতেই ছিলেন মেসি। পরে বার্সার স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতা আর ক্লাবের চিকিৎসক রিকার্ড প্রুনার সঙ্গে বুয়েনস আইরেসে যোগ দেন তিনি। সেখানে পরীক্ষার পর চোট কাটিয়ে ওঠার ব্যাপারে নিশ্চিত হয়ে তবে মেসিকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্লাব। শীতের ছুটিতে মেসির চোটের অবস্থা কী, দেখবেন মার্টিনো। |