ফুটবলবিশ্বে বার্সেলোনার চোখের মণি হিসেবে পরিচিত লিওনেল মেসি। এলএম টেন নিজেও অনেক বার বলেছেন যে, ফুটবলে তাঁর আবেগের নাম ‘বার্সেলোনা’। সেই মেসিই এ বার তোপ দাগলেন তাঁর ‘আবেগের’ বিরুদ্ধে। মুখ খুললেন বার্সা প্রশাসনের সমালোচনায়।
সপ্তাহখানেক আগে বার্সেলোনা ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ফাউস জানান যে, নতুন চুক্তির ব্যাপারে এখনই কথা বলে হবে না মেসির সঙ্গে। তিনি বলেন, “মেসির চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এখনই কোনও পদক্ষেপ নিচ্ছে না ক্লাব। পরে দেখা যাবে কী হয়।” এমনকী স্প্যানিশ প্রচারমাধ্যমে খবর বেরোয় যে, মেসির মাসিক বেতন বাড়াতে নারাজ ফাউস। এবং এটা নিয়েই প্রচণ্ড ক্ষুব্ধ মেসি।
আর্জেন্তিনার এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফাউসকে একহাত নিলেন মেসি। বললেন, “বার্সেলোনার মতো ক্লাবে এমন সব কর্তাদের থাকা উচিত যাঁরা ফুটবল খেলাটা বোঝেন। অথচ ফাউস এমন এক জন ব্যক্তি যিনি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না।” সঙ্গে বার্সার মহাতারকা যোগ করেন, “ফাউসের কাছে বার্সেলোনা ক্লাবটা ব্যবসার জায়গা ছাড়া কিছুই না। এ ছাড়াও ফাউসকে মনে করাতে চাই যে, আমি বা আমার এজেন্ট কখনওই বলিনি মাসিক বেতন বাড়ানোর জন্য।”
বার্সেলোনায় মেসির মেয়াদ বেশি দিন আর নেই, গত সপ্তাহে সেই জল্পনা ঘুরপাক খাচ্ছিল ফুটবলমহলে। কিন্তু বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল সেই জল্পনায় জল ঢেলে বলে দেন, “মেসি কোথাও যাবে না। আমি যত দিন প্রেসিডেন্ট আছি, তত দিন মেসিকে বিক্রি করার কোনও প্রশ্নই উঠছে না।” কিন্তু ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে মেসির প্রকাশ্য মন্তব্য নিয়ে তীব্র চটেছেন বার্সেলোনার কর্তারা। এমনকী ক্লাবের তরফ থেকে মেসিকে শাস্তি দেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে। |
“ফাউসের মতো কর্তার কাছে বার্সেলোনা ক্লাবটা ব্যবসার জায়গা ছাড়া কিছুই না। আর ফাউসকে এটাও মনে করাতে চাই যে, আমি বা আমার এজেন্ট কখনওই বলিনি মাসিক বেতন বাড়ানোর জন্য।” —মেসি |
|
“শুধু বার্সেলোনার সঙ্গে নয়। মেসির রোষের মুখে পড়তে হল স্প্যানিশ প্রচারমাধ্যমকেও। এলএম টেনের বাবা জর্জ মেসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে এক স্প্যানিশ দৈনিক। অভিযোগ, বিভিন্ন চ্যারিটি ম্যাচে নাকি কলম্বিয়ার ড্রাগ ব্যবসায়ীদের থেকে নেওয়া টাকা ঢালেন জর্জ। যে অভিযোগ উড়িয়ে মেসি বলেছেন, “খুব খারাপ লাগছে যে আমার বাবার বিরুদ্ধে এ রকম অভিযোগ আনা হয়েছে। আমি বলতে পারি যে, প্রদর্শনী ম্যাচগুলোর সব টাকা যায় চ্যারিটিতে।”—জর্জ মেসি |
|
শুধু বার্সেলোনার সঙ্গে নয়। মেসির রোষের মুখে পড়তে হল স্প্যানিশ প্রচারমাধ্যমকেও। এলএম টেনের বাবা জর্জ মেসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে এক স্প্যানিশ দৈনিক। অভিযোগ, বিভিন্ন চ্যারিটি ম্যাচে নাকি কলম্বিয়ার ড্রাগ ব্যবসায়ীদের থেকে নেওয়া টাকা ঢালেন জর্জ। যে অভিযোগ উড়িয়ে মেসি বলেছেন, “খুব খারাপ লাগছে যে আমার বাবার বিরুদ্ধে এ রকম অভিযোগ আনা হয়েছে। আমি বলতে পারি যে, প্রদর্শনী ম্যাচগুলোর সব টাকা যায় চ্যারিটিতে।” বার্সা প্রেসিডেন্ট রোসেল অবশ্য আগেই বলেছিলেন যে, জর্জ মেসির বিরুদ্ধে এই অভিযোগ নাকি স্প্যানিশ প্রচারমাধ্যমের চক্রান্ত। যাতে চোট থেকে ফেরার লড়াইয়ে মানসিক ভাবে চাপ আনা যায় মেসির উপর। কিন্তু মেসি জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন। “আমার লক্ষ্য দ্রুত চোট সারিয়ে মাঠে ফেরা। অন্য কিছুর দিকে আমি নজর দিচ্ছি না,” বক্তব্য মেসির।
মেসি নিয়ে বিতর্কের মধ্যেই বড়দিনের আগে বার্সা সমর্থকদের জন্য স্বস্তির হাওয়া আনলেন আন্দ্রে ইনিয়েস্তা। নিজের ভবিষ্যত নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে তিন বছরের নতুন চুক্তি সই করলেন। “বড়দিনের আগে ভাল উপহার পেল বার্সেলোনা সমর্থকরা,” বলেন রোসেল। |