পরপর দু’ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের মন্ত্র ফিরে পেয়েছে জেরার্দো মার্টিনোর দল। তবুও সমস্যা পিছু ছাড়ছে কোথায়?
কী সেই সমস্যা? একদিকে দলের মহাতারকা লিওনেল মেসি চোটে কাবু। অন্য দিকে নেইমারের দলবদলের চুক্তি নিয়ে দেখা দিল বিতর্ক।
নিজের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসার জন্য নভেম্বরের শেষের দিকে আর্জেন্তিনা চলে যান মেসি। বার্সেলোনার চোখের মণির চোট সারানোর লড়াই ঠিক পথে এগোচ্ছে কী না তা দেখার জন্য আর্জেন্তিনা যান বার্সেলোনার ক্লাব ডাক্তার রিচার্ড প্রুনা ও স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতা। কিন্তু মেসির চোট পরীক্ষা করার পরে প্রুনা জানান যে এখনই ফুটবল নিয়ে অনুশীলন করতে পারবেন না মেসি। শুক্রবার চোটের এক্স রে করার পরেই আবার নতুন করে চিকিৎসা শুরু হবে মেসির। কিন্তু জানুয়ারি মাসে কবে ফিরবেন মেসি, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। পূর্বে মেসি বলেছিলেন যে জানুয়ারি মাসে তিনি ফিরবেন দলে। কিন্তু স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে প্রুনো এখনও নিশ্চিত নন যে জানুয়ারির মধ্যে মেসি পুরোপুরি ফিট হতে পারবেন কী না। এমনকী মেসির চোট সারতে আর ঠিক কতদিন লাগবে তা নিয়েও বার্সেলোনার ডাক্তার প্রস্নচিহ্ন রেখে দিলেন। |
এক দিকে যখন মহাতারকার চোট নিয়ে রহস্য থেকে যাচ্ছে বার্সেলোনার সামনে তখন আর এক সমস্যা নেইমারের চুক্তি। ক্লাব সদস্য ইয়র্দি কেসের অভিযোগ যে ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল নেইমারের ট্রান্সফার ফি-এর পুরো বকেয়া টাকা মেটাননি। অভিযোগটা কী? নেইমারকে সই করিয়ে সান্তোসকে শুধু মাত্র ১৪ মিলিয়ন পাউন্ড দিয়েছিলেন সান্দ্রো রোসেল। বাকি ৩৩.৬ মিলিয়ন পাউন্ড দেওয়া হয় নেইমারের কম্পানি ‘এন অ্যান্ড এন’-কে এবং তাতেই যাবতীয় বিতর্কের সৃষ্টি হয়। স্প্যানিশ কোর্টের বিচারক পাবলু রুজ নেইমারের চুক্তিপত্র দেখানোর জন্য বার্সেলোনাকে নির্দেশ দিয়েছেন। যদি তাতে দেখা যায় যে ৩৩.১ মিলিয়ন পাউন্ড আসলে নেইমারের মাসিক বেতনের আওতায় পড়ছে তবে ৫২ শতাংশ কর মিলিয়ে আরও ১০ মিলিয়ন পাউন্ড দিতে হবে বার্সেলোনাকে। যদিও ক্লাবের তরফ থেকে এই ব্যাপারে কিছু বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে, অভিযোগ উড়িয়ে ক্লাব প্রেসিডেন্ট রোসেল জানান যে নেইমারের ট্রান্সফারের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। |