ডেয়ারডেভিলসেই খেলতে চান সহবাগ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২১ জানুয়ারি |
‘টিম ইন্ডিয়া’র জার্সি গায়ে শেষ বার মাঠে নেমেছেন প্রায় দশ মাস আগে। ছ’বছর ধরে আইপিএলে যে টিমের হয়ে খেলছেন বাদ পড়েছেন সেখান থেকেও। দিল্লি ডেয়ারডেভিলস এ বার কোনও ক্রিকেটারকেই রাখেনি। ফ্র্যাঞ্চাইজি গোটা টিমকেই নিলামে তোলার সিদ্ধান্ত নিলেও পুরনো আইপিএল টিমেই খেলার ইচ্ছার কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন তিনিবীরেন্দ্র সহবাগ।
এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সহবাগ বলেন, “আইপিএল সেভেনে ফ্র্যাঞ্চাইজিদের জাক কালিস আর যুবরাজ সিংহের মতো দুরন্ত প্রতিভাকে টিমে নেওয়ার সুযোগ রয়েছে। আশা করছি, দিল্লি ডেয়ারডেভিলস আমায় আবার নিলামে কিনবে।” চলতি মরসুমে ফর্মের খরা অব্যাহত থাকলেও জাতীয় দলে ফেরার ব্যাপারে আর সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে আবার ওপেন করার ব্যাপারে আশাবাদী সহবাগ। “গোতির সঙ্গে আমার দীর্ঘদিনের টেস্ট পার্টনারশিপ আছে। ও দিল্লির প্লেয়ার হওয়াটাও অনেকটা সাহায্য করেছে জুটি বাঁধায়। চাপের মুখে আমরা কিন্তু ভাল সামলেছি। আশা করি গোতির সঙ্গে আবার ভারতের হয়ে ওপেন করব।” |
|
তাঁর বিখ্যাত ‘হ্যান্ড-আই কো-অর্ডিনেশন’-এর জাদু চলতি মরসুমে দেখাই যায়নি। জানেন ‘মেন ইন ব্লু’ টিমে ফেরার রাস্তাটা কতটা কঠিন। তবে বরাবরের ‘নাছোড়বান্দা’ মনোভাব এখনও অটুট। সঙ্গে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডের প্রশংসা করতেও পিছপা নন ‘নজফগড়ের নবাব’, “সবাই জাতীয় দলে খেলতে চায়। শিখর ধবনের মতো তরুণ প্লেয়াররা খুব ভাল খেলছে। তবে আমিও টিমে ফিরতে নিজের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করছি। এই অবস্থায় যেটা আমি শুধু করতে পারি।” তবে এখনও ‘মিস’ করেন ভারতের জার্সি গায়ে বিরাট ছক্কায় মাঠের বাইরে বল হাঁকানোর অনুভূতিটা।
বরাবরের ‘ডাকাবুকো’ দিল্লির তারকার সামনে তাই জাতীয় দল হোক বা আইপিএল টিম—পুরনো জায়গায় ফিরতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। |
|