|
|
|
|
|
রিফ্লেক্স ঠিকঠাক থাকলে মেরে
দাও শর্ট বল, টোটকা বিরাটের
সংবাদ সংস্থা • হ্যামিল্টন
২১ জানুয়ারি |
|
প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিংকে আটকাতে নিউজিল্যান্ডের গেমপ্ল্যানটা খুব সহজ ছিল। শর্ট বল। যে শর্ট বলের শিকার প্রথম চার ব্যাটসম্যানই। যে শর্ট বল বুধবার আবার দেখা যাবে। এই শর্ট বলের চ্যালেঞ্জ কী ভাবে সামলাবেন?
বিরাট কোহলি খুব সহজ সমাধান দিচ্ছেন। এক, টেকনিক্যালি নিখুঁত হলে বলটা ছেড়ে দাও। দুই, রিফ্লেক্স খুব ভাল থাকলে মেরে দাও। কোহলি বলছেন, “আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে আমাদের শর্ট বল খেলার চ্যালেঞ্জটা সামলাতে হবে। যার জন্য ফিট থাকা খুবই দরকার। পুরো ফিট না হলে রিফ্লেক্স কমে যাবে। সেটা হলে বাউন্সারের সামনে খুব অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতে হয়।”
ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সুখবর, পেসার অ্যাডাম মিলনে চোট পেয়ে পুরো সিরিজেই নেই। তবে কিউয়ি ব্যাটিংয়ে বদল সম্ভবত হচ্ছে না। ওপেনিংয়ে থাকছেন কোমা থেকে ফিরে আসা জেসি রাইডার। এক দিন আগেই কিউয়ি পেসার ম্যাক্লেনাঘন বলেছিলেন, ধোনিদের টানা আক্রমণ করে যাওয়াই তাঁদের লক্ষ্য। এমনকী প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের দিকে বেশ কয়েক বার কড়া চাউনি দিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে কোহলি বলছেন, “আগের ম্যাচে ওদের বোলার আমার দিকে কড়া চোখে তাকাল। আমি পাল্টা তাকালাম। তবে কিছু বলিনি। সব সময় মাথা গরম করলে হয় না।”
|
হ্যামিল্টন |
জনসংখ্যা: দেড় লক্ষ
স্টেডিয়াম: সেডন পার্ক
দর্শকাসন: ১০ হাজার
শেষ ওয়ান ডে: ৮ জানুয়ারি ’১৪ ও. ইন্ডিজ (৩৬৩-৪) বনাম নিউজিল্যান্ড (১৬০)। |
|
আজ টিভিতে
দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড
(সোনি সিক্স, সকাল ৬-৩০) |
|
পুরনো খবর: কোহলিকে ওয়ান ডে-র সেরা ব্যাট বলছেন সৌরভ |
|
|
|
|
|