তাঁকে টপকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ারে দ্রুততম ১৮ ওয়ান ডে সেঞ্চুরির নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
আর সেই ইনিংস দেখার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সার্টিফিকেট, “এই মুহূর্তে বিশ্বের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান হল কোহলি।”এ দিন সৌরভ ‘এবিপি আনন্দ’-র অনুষ্ঠানে বলেন, “কোহলি বিশ্বের সব জায়গায় গিয়ে সেঞ্চুরি করে এসেছে। ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ও।” শুধু দেশে নয়, বিদেশেও যে কোহলি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা আগেও বোঝা গিয়েছিল, এ দিনও গেল। এ দিন ১৮ নম্বর সেঞ্চুরি করার পাশাপাশি ওয়ান ডে-তে ৫২৭৭ রানও হয়ে গেল কোহলির। টপকে গেলেন গৌতম গম্ভীরকে (৫২৩৮)। আর সেঞ্চুরির দিক দিয়ে ছুঁয়ে ফেললেন মার্ক ওয়কে। ভারতীয়দের মধ্যে কোহলির উপরে এখন মাত্র দু’জন। সৌরভ গঙ্গোপাধ্যায় (২২) এবং সচিন তেন্ডুলকর (৪৯)। অথচ এই কোহলিকেই আইসিসি ওয়ান ডে-তে বর্ষসেরা ক্রিকেটার বাছেনি। যুক্তি ছিল, অগস্ট পর্যন্ত পারফরম্যান্সের বিচারে সেরা বাছা হয়েছিল বলেই কোহলিকে ধরা হয়নি। |
যা শুনে সৌরভ তখন বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, “কোন অগস্টের কথা আইসিসি বলছে, আমি জানি না।”
নেপিয়ারে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে সৌরভের মনে হচ্ছে, এই দলে জাহির খান এবং চেতেশ্বর পূজারাকে দরকার। প্রাক্তন ভারত অধিনায়কের যুক্তি, “এ রকম কন্ডিশনে পূজারার মতো ব্যাটসম্যান দরকার। ও যদি টেস্টে নিজেকে মানিয়ে নিতে পারে, তা হলে ওয়ান ডে-তে পারবে না কেন?” জাহির খান সম্পর্কে বলেন, “জাহির টেস্টে ৩০ ওভার বল করতে পারলে ওয়ান ডে-তে দশ ওভার বল করতে পারবে না কেন? এদের দু’জনের কথা অবশ্যই মাথায় রাখা উচিত নির্বাচকদের।”
|
দেশে ওয়ান ডে: ৫০ রান: ২০৭৯ সর্বোচ্চ: ১১৮ গড়: ৫১.৯৭ সেঞ্চুরি: ৭
বিদেশে ওয়ান ডে: ৭৬ রান: ৩১৯৮ সর্বোচ্চ: ১৮৩ গড়: ৫২.৪২ সেঞ্চুরি: ১১ |
• ১১৯ ইনিংসে ১৮তম সেঞ্চুরিতে পৌঁছে বিশ্বরেকর্ড বিরাটের। ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৭৪ ইনিংস) রেকর্ড।
• রান তাড়া করতে নেমে বিরাটের ১১ সেঞ্চুরিতে ভারত জিতেছে। হার এই প্রথম। |
|